• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • WORLD CUP 2019 KNOW INDIAS 15 MEMBER SQUAD FOR WORLD CUP 2019

World Cup 2019: বিরাট কোহলির নেতৃত্বে কারা যাচ্ছেন ইংল্যান্ডে , জেনে নিন ভারতের চূড়ান্ত ১৫

এই বিভ্রান্তি এড়াতেই ওই ম্যাচের জন্য জার্সি বদলের সিদ্ধান্ত ৷ আয়োজক দেশ ইংল্যান্ড নিজেদেরই জার্সি পরবে ৷ অতএব অতিথি দেশ ভারতকে বেছে নিতে হবে অন্য রঙ ৷ Photo -PTI

 • Share this:

  #মুম্বই : মুম্বইতে ২০১৯ বিশ্বকাপের টিকিট কারা পেলেন তাতে চূড়ান্ত সিলমোহর পড়ে গেল ৷ এমএসকে প্রসাদের নির্বাচন কমিটির নেতৃত্বে পাঁচজন নির্বাচকের প্যানেল , অধিনায়ক বিরাট কোহলি , কোচ রবি শাস্ত্রী মিলে বেছে নিলেন ১৫ জনকে ৷

  জল্পনা ছিল কারা কারা থাকতে পারেন , কয়েক জনের নামে যেমন শুরু থেকেই সিলমোহর ছিল তেমনিই কয়েক জনের নাম নিয়ে চলছিল জল্পনা ৷প্রচুর তর্ক -বিতর্কের জায়গা ছিল চার নম্বর স্পট ৷ কারণ দুই ওপেনার হবেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান তা নিয়ে সন্দেহ ছিল না ৷ তিন নম্বরেও ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্যাক আপ ওপেনার হিসেবে নাম ছিল কে এল রাহুলের নাম ৷

  গত বছরের এশিয়া কাপ থেকে অম্বাতি রায়ডুর দখলে চার নম্বর জায়গা  থাকেলও এটা নিয়েও আলোচনায় অনেক কথা হয়েছে ৷ অস্ট্রেলিয়া সিরিজে পাশাপাশি আইপিএলেও সেভাবে তাঁর দাগ না কাটতে পারা ছিল আলোচনার বিষয় ৷ অস্ট্রেলিয়া সিরিজে তাঁর সর্বোচ্চ রান ছিল ১৮ আর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনি একটিই মাত্র ৫০ -র বেশি রানের ইনিংস খেলেছিলেন ৷

  আরও পড়ুন - World Cup 2019: বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, বাদ বেশ কিছু হেভিওয়েট

  রায়ডুর জায়গাতে চার নম্বরের জন্য লড়াইতে নাম এসেছিল অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, বিজয় শংকরের নাম ৷ আর বাজিমাত করলেন বিজয় শংকরই ৷

  Photo -Reuters Photo -Reuters

  মিডল অর্ডারে কেদার যাদব নিজের জায়গা নিজে অর্জন করে নিয়েছেন ৷ ৬ নম্বরে মহেন্দ্র সিং ধোনিকে সরানোর মতো পারফরম্যান্স নিয়ে দিতে পারেননি ঋষভ পন্থ ৷ তাই পরিবর্ত উইকেট রক্ষক ও পাঁচ নম্বরে ব্যাট করার জন্য দীনেশ কার্তিকের ওপরেই আস্থা দেখাল টিম ম্যানেজমেন্ট ৷

   
  একনজরে নির্বাচিত ভারতীয় দল

  রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, কেএল রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দীনেশ কার্তিক, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল ৷

    আরও দেখুন  
  First published: