corona virus btn
corona virus btn
Loading

World Cup 2019: Ind vs SA: বুধবারের মেগা ম্যাচে কারা হতে পারেন গেমচেঞ্জার,জানুন এক ক্লিকে

World Cup 2019: Ind vs SA:  বুধবারের মেগা ম্যাচে কারা হতে পারেন গেমচেঞ্জার,জানুন এক ক্লিকে
Photo -File
  • Share this:

#সাদাম্পটন : বিশ্বকাপে  ভারত খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ লম্বা অপেক্ষার পর মাঠে নামছে ভারতীয় দল ৷ দক্ষিণ আফ্রিকার খুব খারাপ টুুর্নামেন্ট শুরু হয়েছে ৷ এবার তারা ঘুরে দাঁড়াতে চায় ৷ মেগা ম্যাচে এই ইঞ্চিও পিছনে বা সামনে থেকে নয় একদম নিজেদের মাথা ঠান্ডা রেখে মাঠে একশ শতাংশ দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বিরাট এন্ড কোং ৷

এদিনের ম্যাচে ব্যাট বলের লড়াই হবে তুল্যমূল্য ৷একটা এনকাউন্টার হবে ৷ বিশ্বকাপে এই দউই দল মাত্র চারবার মুখোমুখি হলেও মোট ৮৩বার মুখোমুখি হয়েছে এই দুই দল ৷ প্রোটিয়া বাহিনী মোট ৪৬ বার জিতেছে আর তাদের চেয়ে ৮ বার কম জিতেছে ভারত ৷

বিরাট কোহলি বনাম কাগিসিও  রাবাদা

দুই দলের দুই ব্রহ্মাস্ত্র এই দুই ক্রিকেটার৷ ব্যাট হাতে বিরাট কোহলি যেরকম ভারতের ভিত গড়ে দেন এবং ভবিষ্যত নিশ্চিন্ত করে দেন ৷ আবার রাবাদাও তেমনিই দক্ষিণ আফ্রিকার স্ট্রাইক বোলার ৷ একদিনের ক্রিকেটে এই দুই ক্রিকেটার ১১ টি ম্যাচে মুখোমুখি হয়েছেন ৷  রাবাদা -র বিরুদ্ধে কোহলির পারফরম্যান্সগ্রাফ বেশ ভালো ৷ আইপিএলে আবার বিরাটের হেলমেট লক্ষ্য করে বল করেছিলেন যা নিয়ে শোরগোল হয়েছিল ৷

কুইন্টন ডি কক বনাম জসপ্রীত বুমরাহ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ব্যাট বনাম বলের লড়াইতে যেরকম থাকবেন কোহলি ও রাবাদা তেমনিই আবার বিষয়টা ঘুরে গেলে লড়াইটা হবে কুইন্টন ডি ককের ব্যাটিং বনাম জসপ্রীত বুমরাহের বোলিংয়ের ৷ কুইন্টন ডি কক বা বুমরাহের কেউই  এক ইঞ্চি জমিও একে অপরকে ছেড়ে দেবেন না ৷ একই এরিয়ায় বল করে করে ব্যাটসম্যানকে শট খেলত বাধ্য করেন বুমরাহ ৷

আরও দেখুন  
First published: June 4, 2019, 1:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर