#সিডনি: আর মাত্র কিছু সময় ৷ তারপরেই শুরু ভারত-ইংল্যান্ড মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ ৷ এ বারের বিশ্বকাপের হরমনপ্রীতদের এই দলকেই এখনও পর্যন্ত সেরা ভারতীয় মহিলা দলের তকমা দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ কিন্তু ম্যাচ শুরুর আগেই সিডনির আকাশের মুখ ভার ৷ বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে ৷
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু করার কথা থাকলেও সেই সময় কিছুটা পিছিয়েই যাচ্ছে ৷ এসসিজি-তে আপাতত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে ৷ ম্যাচ শুরুর কাট অফ টাইম অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ৪টে ৫১ মিনিট ৷ অর্থাৎ ৪টে ৩৬ মিনিটের মধ্যে টস অন্তত করতেই হবে ৷ হাতে সময় থাকলেও ম্যাচ যদি শেষপর্যন্ত ১০ বা আরও কম ওভারের হয়, তাহলে সেটা ভারত বা ইংল্যান্ড কোনও দলের কাছেই সুখবর নয় ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও দিন জিততে পারেনি ভারত। কিন্তু সেই ইতিহাসকে বদলে দেওয়ার মতো দুই অস্ত্র এ বার হাতে আছে হরমনপ্রীত কউরের। যাঁদের নাম শেফালি ভার্মা এবং পুনম যাদব। এই দু’জনের উপরই সব আশা ভরসা ভারতীয় দলের ৷ চলতি বিশ্বকাপে চার ইনিংসে শেফালির রান ১৬১। স্ট্রাইক রেটও সেই ১৬১।