#রিও ডি জেনেইরো: তিরন্দাজিতে ভারতের পদক জেতার আশা দেখালেন দুই মহিলা তিরন্দাজ, লইসরাম বোমবাইলা দেবী এবং দীপিকা কুমারী ৷ ব্যক্তিগত ইভেন্টে শেষ ১৬ জায়গায় করে নিলেন ভারতের এই দুই প্রতিযোগী ৷
প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিযোগী গুয়েন্দালিনা সার্তোরিকে ৬-২ স্কোরে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান দীপিকা ৷ বিশ্বে তাঁর Rank এখন ১২ ৷ তার আগেই ১/৩২-এর এলিমিনেশন রাউন্ডে তাঁর চেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জর্জিয়ার ক্রিশ্চাইন এসেবুয়াকে হারিয়ে পদকের জয়ের আশা জাগিয়ে তোলেন দীপিকা কুমারী ।
যদিও ম্যাচ শুরুর প্রথম দিকে পিছিয়ে ছিলেন দীপিকা ৷ অন্যদিকে, সার্তোরির প্রতিটা তির লাগছিল লক্ষ্যে ৷ প্রথম সেট শেষের পর দেখা যায় ২৭-২৪ স্কোরে পিছিয়ে রয়েছেন দীপিকা ৷ কিন্তু এর পর থেকে সার্তোরিকে তাঁর সামনে টিকতেই দেননি তিনি ৷ দ্বিতীয় সেটে দুটো পারফেক্ট টেন মানে বুলস আই ও একটি নয় পয়েন্টের শট এগিয়ে দেয় দীপিকাকে ৷
অন্যদিকে, বোম্বাইলা দেবী তাইপিসের প্রতিযোগী শিহ-চিয়া লিনকে হারিয়ে প্রবেশ করেন ব্যক্তিগত তিরন্দাজির কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ৷ খেলার স্কোর ছিল ১০৮-১০১ ৷ চার সেটের ম্যাচে কেবল তৃতীয় সেটে লিনের থেকে এক পয়েন্টে পিছিয়ে ছিলেন বোম্বাইলা ৷ এছাড়া বাকি সেটগুলিতে দাপটের সঙ্গে শট নিয়ে প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে যান তিনি ৷ এর আগে ১/৩২-এর এলিমিনেশন রাউন্ডে হারান অস্ট্রিয়ার লরেন্স বালডাউফকে ৷ ওই রাউন্ডে অস্ট্রিয়া প্রতিযোগী বোম্বাইলার নিখুঁত শটের সামনে টিকতেই পারেননি ৷ স্কোর ছিল ১০৫-৯৮ ৷
এবার দীপা কর্মকার, সাইনা নেহওয়ালের সঙ্গে সঙ্গে এই দুই নারীকে নিয়েই পদক জয়ের আশায় বুক বাঁধছে ভারত ৷ উদ্বোধনের পর ৬ দিন কেটে গেলেও ভারতের ঝুলিতে আসেনি একটিও পদক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2016 rio olympics, Archery, Deepika Kumari, India Chance in Rio Olympics, India In Rio 2016, India in Rio Olympic 2016, Laishram Bombayla Devi, Rio Olympic, Rio Olympics 2016, Woman archers