#পোর্ট এলিজাবেথ: মঙ্গলবার পোর্ট এলিজাবেথে ইতিহাস সৃষ্টি করেছে কোহলি ব্রিগেড ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ান ডে সিরিজ জেতার নজির গড়েছে মেন ইন ব্লু’রা ৷ যার ফলও পাওয়া গেল হাতে নাতে ৷ আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে এল ভারত ৷
প্রথম দু’টো টেস্ট হারের পর থেকেই চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল ৷ জোহানেসবার্গে তৃতীয় টেস্ট জেতার পাশাপাশি এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় সম্পূর্ণ বিরাট ব্রিগেডের ৷ এই জয়ের ফলে ১২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল ভারত ৷ সিরিজ হেরে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট অবশ্য কমে গিয়েছে ৷ ১২১ পয়েন্ট থেকে কমে দাঁড়িয়েছে ১১৮ ৷ সিরিজ শুরু হওয়ার আগে ভারতের পয়েন্ট ছিল ১১৯ ৷ পোর্ট এলিজাবেথে জয়ের পরে ১২২ পয়েন্ট হয়েছে ভারতের ৷ দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা ৷ তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC ODI Ranking, India, India Ranking, South Africa