Home /News /sports /
রোহিত শর্মার কোলে মিষ্টি মেয়ে, মাত্র কয়েক মাসেই বাবা ডাক, দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল

রোহিত শর্মার কোলে মিষ্টি মেয়ে, মাত্র কয়েক মাসেই বাবা ডাক, দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেরাচ্ছে ভিডিওটি

 • Share this:

  #মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ৷ তাঁর অন্য নাম হিটম্যানও বটে ৷ ১৯৮৭ সালের ৩০ এপ্রিল জন্মেছেন ৷ ঘরে বাইরে সব কিছুতেই তিনি সমস্ত মানুষের কাছে বেশ পরিচিতি সীমিত ওভারের ক্রিকেটে দেশের অন্যতম নির্ভরযোগ্য নামই রোহিত শর্মা ৷ একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান তাঁর নামেই আছে ৷ সীমিত ওভারের ক্রিকেটে দেশের সহ-অধিনায়কও রোহিত ৷ তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কও বটে ৷

  স্ত্রী ঋতিকা সচদেবের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল রোহিতের ৷ ঋতিকা রোহিতের পিআর ম্যানেজার ছিলেন ৷ রোহিতের প্রফেশনাল বিষয় ম্যানেজ করার সঙ্গে সঙ্গেই ব্যক্তিগত বিষয়গুলিও ম্যানেজ করার দায়িত্ব নিয়েছেন তিনি ৷ রোহিত শর্মার ঘরণী হয়েছে ঋতিকা ৷ তাঁদের কোল আলো করে এসেছে সামাইরা ৷ মেয়ের কিছু সেরা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ৷ সেই ছবিগুলি তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এইবার আর ছবি নয় রোহিতের মেয়ের এক মিষ্টি ভিডিও প্রকাশ্যে এসেছে রোহিতের ছোটট্ ও মিষ্টি মেয়ে নিজের ভাষায় কথা বলছে বা বলার চেষ্টা করছে এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তাকে বিভিন্ন শেখানো হচ্ছে বাবা ডাক ৷

  রোহিতের মেয়ের সঙ্গে দুষ্টু মিষ্টি সময় যাপন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ মেয়ে সমিরা যে বাবা ছাড়া আর কিছুই বোঝেনা ৷ রোহিতের মেয়ের সঙ্গে কাটানোর দুরন্ত মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ রোহিতের কোলে বসে খেলছে তাঁর মেয়ে ৷ সেই মিষ্টি সময়ের ভিডিও জোরদার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ দেখে নিন একনজরে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: BCCI, Indian Cricket Team, Ritika Sachdeva, Rohit Sharma

  পরবর্তী খবর