নাগপুর: শনিবার নাগপুরের জামাথায় বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে সম্পূর্ণভাবে পর্যদুস্ত করে এক ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অনবদ্য পারফরম্যান্সের দৌলতে মাত্র ৩ দিনেই প্রথম টেস্ট জিতে নিয়েছে রোহিতবাহিনী।
অস্ট্রেলিয়ার এই শোচনীয় পরাজয়ের পর ভারতের প্রাক্তন কোচ জন রাইট অস্ট্রেলিয়াকে এক হাত নিয়ে তার টুইটারে বলেছেন,পাকিস্তান ও শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতলেই উপমহাদেশে ভারতকে হারানোর যোগ্যতা অর্জিত হয় না। জন রাইট বলেছেন, অস্ট্রেলিয়া এখন বুঝতে পারছে পাকিস্তানের বিরুদ্ধে ১-০ ব্যবধানে সিরিজ জেতা ও শ্রীলঙ্কায় একটিও ম্যাচ না হারা মানেই ভারতকে হারানোর মত যোগ্যতা অর্জিত হয় না।
ভারতে খেলা মানেই অন্য পর্যায়ের উপমহাদেশীয় চ্যালেঞ্জ। আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে থেকেই ভারতে চার ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে এসেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স এর ছেলেরা প্রত্যেকটি দলকেই তাদের মাটিতে হারিয়েছে। তার দল পাকিস্তানে গিয়ে সম্পূর্ণ পাটা উইকেটে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে এসেছে, শ্রীলঙ্কায় গিয়ে ১-১ ব্যবধানে ড্র করেছে।
ভারতে আসার আগে সিডনিতে সম্পূর্ণ ভাঙা ও অসমান পিচে অনুশীলন করেছে,সিরিজ শুরু হওয়ার আগে ব্যাঙ্গালোরের কাছে শিবির করেও তারা প্রস্তুতি নেয়। কিন্তু প্রথম টেস্টেই ভারতীয় স্পিনারদের খেলতে গিয়ে অজি ব্যাটারদের টেকনিকের বিস্তর খামতি চোখে পড়ল। নাগপুর টেস্টে ভারতীয় স্পিনাররা ৯৬ ওভার বল করেছে।
Australia now realising that sneaking a 1-0 in Pakistan or not losing in Srilanka doesn’t necessarily equip you for India . Different level of a sub continent challenge #INDvsAUS #BGT23 #AUSvsIND
— John Wright (@johnwright15) February 11, 2023
অশ্বিন, জাদেজা ও অক্ষর মিলিয়ে অস্ট্রেলিয়ার ২০ টির মধ্যে ১৬ টি উইকেটই নিয়েছেন। এই পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে অস্ট্রেলিয়াকে অনেক উন্নতি করতে হবে। আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে দিল্লিতে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে। উপমহাদেশের বাইরের দলের কাছে ভারতের মাটি বরাবরই শক্ত ঘাঁটি।
ভারতের বরাবর শক্তিশালী ব্যাটিং লাইন আপ ও বিশ্বমানের স্পিন বোলারদের উপস্থিতির জন্য অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত দল ভারত থেকে খালি হাতে ফিরতে হয়েছে। শ্রীলঙ্কার দুর্বল ব্যাটিং ও বোলিং লাইন আপ ও পাকিস্তানের বরাবরের অতিরিক্ত বোলিং নির্ভর দলকে এই দলগুলি তাদের মাটিতে হারাতে সক্ষম হলেও ,ভারতের মত সঠিক ভারসাম্যের দলকে হারাতে বরাবরই তাদের বেগ পেতে হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS