• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • সাড়ে তিন ঘণ্টার লড়াই শেষে হার ফেডেরারের

সাড়ে তিন ঘণ্টার লড়াই শেষে হার ফেডেরারের

উইম্বলডন থেকে বিদায় রজার ফেডেরারের। শুক্রবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে হারলেন মিলোস রাওনিচের কাছে।

উইম্বলডন থেকে বিদায় রজার ফেডেরারের। শুক্রবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে হারলেন মিলোস রাওনিচের কাছে।

উইম্বলডন থেকে বিদায় রজার ফেডেরারের। শুক্রবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে হারলেন মিলোস রাওনিচের কাছে।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #লন্ডন: উইম্বলডন থেকে বিদায় রজার ফেডেরারের। শুক্রবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে হারলেন মিলোস রাওনিচের কাছে। সাড়ে তিন ঘন্টার ম‍্যাচে ফয়সালা হল হাড্ডাহাড্ডির পাঁচ সেটে। ইতিহাস থামিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল‍্যাম ফাইনালে কানাডার ষষ্ঠ বাছাই।

  একরত্তি মরচে পড়েনি স্কিলে। এখনও কোর্টে ভেসে বেড়ায় তুলোর মত শরীরটা। ব‍্যাকহ‍্যান্ড, টপস্পিন আগের মতই বিষাক্ত। স্লাইস ড্রপ ভলিতে এখনও কবিতা লেখা যায় সেন্টার কোর্টের ঘাসে। কিন্তু ১৮-তম গ্র্যান্ড স্ল‍্যাম রোম‍্যান্সের স্বপ্ন থামিয়ে দিল বয়স আর ক্লান্তি। উইম্বলডনের সেমিফাইনালে থেমে গেল ৩৫ ছুঁইছুঁই ফেডেরারের রূপকথা। ১০ বছরের ছোট মিলোস রাওনিচের কাছে। পাঁচটি সেটে। সাড়ে ৩ ঘন্টার হাড্ডাহাড্ডি লড়াই। আর এখানেই অদ্বিতীয় ফেডেরার। ৩৫-তম জন্মদিনের দোরগোড়ায় হেরেও টেনিসকে গর্বিত করে গেলেন ১৭ গ্র্যান্ড স্ল‍্যাম জেতা সুইস কিংবদন্তী।

  মাত্র ৪৮ ঘন্টা আগে সেন্টার কোর্টে আরেকটা এপিক ম‍্যাচে চিলিচকে ৩ ঘন্টা ১৭ মিনিটে ৫ সেটে হারিয়েছিলেন রজার। শুক্রবার ম‍্যাচ গড়াল আরও ১২ মিনিট বেশি। প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেট টাইব্রেকারে জেতেন তৃতীয় বাছাই ফেডেরার। এরপর জিতে নেন তৃতীয় সেট। কিন্তু চতুর্থ সেটের দ্বাদশ গেম জিতে ম‍্যাচকে পঞ্চম সেটে নিয়ে যান ষষ্ঠ বাছাই কানাডিয়ান রাওনিচ। নির্ণায়ক সেটে অবশ্য ক্লান্তিই গিলে ফেলল ফেডেরারকে। ম‍্যাচের ফল, ৬-৩, ৬-৭, ৪-৬, ৭-৫, ৬-৩।

  ফেডেরারের হারে আক্ষেপের দীর্ঘশ্বাস আরও লম্বা হল অল ইংল‍্যান্ড ক্লাবে। এবারও অধরা রয়ে গেল অষ্টম উইম্বলডন খেতাব। এখনও মরীচিকা ১৮-তম গ্র্যান্ড স্ল‍্যামটি। উইম্বলডনে ৮৪-তম ম‍্যাচটা জিতে আর জিমি কোনর্সকে টপকানো হল না। তবু এই বুড়ো হাড়েও রজার যেন চলমান রূপকথা। যিনি হারলেও উঠে দাঁড়িয়ে হাততালি দেন বর্গ থেকে এডবার্গ। প্রতিপক্ষ কোচ মোয়া থেকে স‍্যার অ‍্যালেক্স ফার্গুসন। নিছক স্কোরবোর্ড আর কবে বোঝে রোম‍্যান্সের মানে।

  First published: