#কলকাতা: পরকীয়ায় অভিযুক্ত ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। সোশাল সাইটে পরকীয়ার অভিযোগ করেছেন স্ত্রী হাসিন জাহান। স্বামীর বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের বিস্ফোরক অভিযোগও করেছেন তিনি। এমনকী শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে শামির বিরুদ্ধে ৪৯৮এ ধারায় মামলাও করছেন হাসিন জাহান।
এদিন সোশ্যাল সাইটে বিভিন্ন মহিলার সঙ্গে শামির চ্যাটিংয়ের তথ্য পোস্ট করেন হাসিন। সোশাল নেটওয়ার্কেই পরিজনরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন তাঁকে। কিন্তু কোনওভাবেই মানতে নারাজ শামির স্ত্রী।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মহম্মদ শামি ৷ তিনি জানান, এই সমস্ত খবর মিথ্যে ৷ গুজব ছড়ানো হচ্ছে ৷ অন্য কেউ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে বদনাম করার জন্য ৷ তার কেরিয়ার খারাপ করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ৷
দেওধর ট্রফি খেলতে শহরের বাইরে আছেন মহম্মদ শামি। দেওধর ট্রফি খেলেই দিল্লিতে আইপিএলের প্রস্তুতিতে তাঁর যোগ দেওয়ার কথা। এরমধ্যে পরকীয়ার অভিযোগ ভারতীয় পেসারকে বেশ অস্বস্তিতেই ফেলেছে।