বিশাখাপত্তনম: রবিবার খেলা দেখার জন্য হঠাৎ করে কেউ টিভি খুললে এক মুহূর্ত হয়তো বুঝেই উঠতে পারতেন না, খেলাটা ৫০ ওভারের না ২০ ওভারের ৷ বিশাখাপ্ততনমের মতো ব্যাটিং সহায়ক উইকেটে মাত্র ১১৭ রানেই শেষ ভারতের ইনিংস ৷ জেতার জন্য ১১৮ রান তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচে শূন্য রানে আউট সূর্যকুমার যাদব। রবিবারও মিচেল স্টার্কের শিকার হন তিনি ৷ এত ভাল ফর্মে থাকা একটা ক্রিকেটারকে হঠাৎ ছন্দহীন কেন দেখাচ্ছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে ৷ টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটারের ওয়ান ডে-তে ব্যাট হাতে নেমে এই অবস্থা কেন, এই প্রশ্ন এখন সর্বত্র ৷
কেন রান পাচ্ছেন না সূর্যকুমার, তা অবশ্য বুঝে গিয়েছেন সুনীল গাভাসকর ৷ তিনি এখনই সূর্যকে নিয়ে আশা হারাচ্ছেন না ৷ বললেন অবশ্যই ফর্মে ফিরবেন তিনি ৷
আরও পড়ুন- ক্যানসার প্রতিরোধ করা সম্ভব! তবে ভারতে এই রোগে মৃত্যুর হার বেশি কেন? কী বলছেন বিশেষজ্ঞ
গাভাসকরের মতে, ওপেন স্টান্স নিচ্ছেন সূর্যকুমার। যার জন্য ওর টেকনিকাল সমস্যা হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য সেটা ঠিক আছে। বল বেশি সামনের দিকে পড়লে ছক্কা মারাটা তুলনায় সহজ। কিন্তু এখানে বল পায়ের সামনে পড়ছে। ওই ভাবে স্টান্স নিলে কখনও ব্যাট আগে আসবে না। ব্যাট তখন সোজা নামবে ৷ ফলে ভিতরে ঢোকা বল খেলতে অসুবিধা হবে ৷ সূর্যের উচিৎ এখন যতটা বেশি সম্ভব ব্যাটিং কোচের সঙ্গে সময় কাটানো ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।