#লন্ডন: কেন হঠাত্ আম্পায়ারের থেকে ম্যাচ বল চেয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি? দুনিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে মাহীর অবসর জল্পনা ৷
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিছু সংবাদমাধ্যম তো ধোনির অবসরের সময়ও প্রায় ঘোষণা করে দিয়েছে ৷ এ হেন জল্পনায় সত্যি-মিথ্যে পরিষ্কার করলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী ৷
ধোনির অবসর নিয়ে যাবতীয় জল্পনাকে উড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রবি শাস্ত্রী বললেন, 'দিস ইজ রাবিশ ৷ এমএস কোথাও যাচ্ছেন না ৷' তা হলে বল নেওয়ার কারণ? টিম ইন্ডিয়ার কোচ জানালেন, ওই বলটি ভারতের বোলিং কোচ ভরত অরুণকে দেখাতেই আম্পায়ারের থেকে বলটি চেয়ে নেন ধোনি৷
রবির কথায়, 'ওই আবহাওয়ায় ৪৫ ওভার বোলিংয়ের পর বলের কী রকম কন্ডিশন, সেটি ভরত অরুণকে দেখাতেই বলটি চেয়ে নেন এমএস ৷ অবসরের জল্পনা একেবারেই ভিত্তিহীন ৷'
২০১৪ সালে আন্তর্তাজিক টেস্ট থেকে অবসর নিয়েছেন ধোনি ৷ ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়কদের অন্যতম ধোনি ৷ কপিল দেবের পর মাহীর নেতৃত্বেই ভারত ২০১১ সালে বিশ্বকাপ জেতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhoni, India vs England, MS Dhoni, Ravi Shastri, Virat Kohli