কলকাতা: কলকাতার দুটি প্রধান ক্লাব। একটি সাফল্যের শিখরে। আরেকটি ব্যর্থতার দায় কাঁধে বইছে বছরের পর বছর ধরে। ভারতসেরা হয়েছে মোহনবাগান। এই নিয়ে ৬ বার। এদিকে, ইস্টবেঙ্গলের ঘরে ট্রফি নেই। কারণটা কী! কেন এতদিন ধরে ট্রফিলেস লাল-হলুদ শিবির!
বেঙ্গালুরু এফসিকে হারিয়ে এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। তার পরই অবশ্য মোহনবাগানের নাম বদলেছে। নামের সামনে থেকে সরে গিয়েছে এটিকে। এখন থেকে মোহনবাগান সুপারজায়েন্টস।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলের ডেরা শিলিগুড়িতে এবার রাস্তা মোহনবাগানের নামে! জমকালো উদ্বোধন
রবিবার ট্রফি নিয়ে কলকাতায় ফিরেছে মোহনবাগান। তার পর ফুটবলারদের ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সেই সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে মোহনবাগানের সাফল্যে গর্ববোধ করছেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গল কেন ট্রফি পাচ্ছে না!
মোহনবাগান আইএসএল জয়ী। কিন্তু ইস্টবেঙ্গল বহুদিন ট্রফি জেতেনি। তার উপর পর পর সাতটি ডার্বিতেও মোহনবাগানের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। তবে এসবের থেকেও বেশি সমস্যা ইস্টবেঙ্গলের হয়েছে স্পনসরদের নিয়ে।
স্পনসরদের সঙ্গে মনোমালিন্যের জেরে ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। মরশুম শুরু হয়ে গেলেও দলগঠনে দেরি হয়েছে। শেষমেশ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যা মেটে লাল-হলুদের।
আরও পড়ুন- মেসিকে কোচিং করা ম্যানেজারকে দায়িত্ব দিতে চায় ইস্টবেঙ্গল, দ্রুত সিদ্ধান্ত
ইস্টবেঙ্গলের দলগঠনের ব্যাপার নিয়ে আবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার মোহনবাগান ক্লাবে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী বলেন, 'ইস্টবেঙ্গলের দলগঠনে অনেক দেরি হয়ে গিয়েছে। ওরা এবার ভাল করে দল তৈরি করতে পারেনি। তার উপর ওদের আর্থিক অসুবিধা ছিল কিছু। সঞ্জীব গোয়েঙ্কার তো টাকার অভাব নেই। তাই মোহনবাগানকে আর্থিক সমস্যায় পড়তে হয়নি। এটা মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ ছিল।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, Mamata Banerjee, MohunBagan