হোম /খবর /খেলা /
আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ১৫ অগাস্ট '১৯.২৯' মিনিটে! কেন এই সময়টাই বাছলেন ধোনি?

আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ১৫ অগাস্ট '১৯.২৯' মিনিটে! কেন এই সময়টাই বাছলেন ধোনি?

এই নির্দিষ্ট সময়ের পিছনে বেশ কয়েটা ত্বত্ত্ব উঠে আসছে৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই:  হঠাৎ করেই শনিবার এল সেই খবরটা৷ অনেক জল্পনা হয়েছে ধোনির অবসর নিয়ে৷ কিন্তু এভাবে ধোনি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন, কেউ ভাবতেও পারেননি৷ আসলে তিনি তো সব সময় কুল! তাই নিজের এত বড় সিদ্ধান্তও নিলেন তেমনই ঠান্ডা মাথায় এবং সেই ঘোষণা করার সময়ও কোনও শোরগোল করলেন না৷ একেবারে চুপিসারে করে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা৷ তবে বিদায়বেলায় বেছে নিলেন নিজের প্রিয় গান ও একটি নির্দিষ্ট সময়!

আরও পড়ুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ধোনির সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে উঠবে...

শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে ধোনি লেখেন, ‘‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ ৷ আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন। ’’ ব্যাকগ্রাউন্ডে চলল ম্যাঁ পল দো পল কা শায়র হু, পল দো পল মেরি কাহিনি হ্যাঁ৷ এটাই ধোনির প্রিয় গান৷ তাই তো বিদায়ের ঘোষণা করেছেন এই অর্থবহ গানটি দিয়ে৷ তবে কেন ১৫ই অগাস্ট এমন একটা সময় বেছেছেন তিনি? তাহলে কি ধোনির দিনক্ষণ নিয়ে কোনও কুসংস্কার রয়েছে? প্রশ্ন উঠতে শুরু করে৷

মাঠে কত রকম সময় তিনি জিতিয়েছেন কত ম্যাচ৷ তাহলে বিদায় বেলায় এমন সময় বেছে নিলেন কেন ক্যাপ্টেন কুল? শুরু হল জল্পনা৷ এতেই উঠে এল দুটি ত্বত্ত্ব৷ ধোনির জার্সির নম্বর চিরকালই ৭৷ একই রকমভাবে রায়নার জার্সির নম্বর ৩৷ দু’জনেই একদিনে অবসরের ঘোষণা করেন৷ এই দুটি নম্বর মিলে হয় ৭৩৷ উল্লেখ্য ভারতের ৭৩ পার করা স্বাধীনতা দিবসেই তাঁরা ঘোষণা করলেন তাঁদের অবসর৷

একই রকমভাবে ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে যায়৷ সেটি ছিল ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচে৷ ১৮ রানে ম্যাচ হাত ছাড়া হয় ভারতের৷ ধোনি, রায়না দু’জনেই ম্যাচের অংশ ছিলেন৷ যে সময় ম্যাচ হারার ঘোষণা হয় সেটা ছিল ৭.২৯ মিনিট অর্থাৎ ১৯.২৯!

এই ঘোষণার পর ভারতের জার্সি গায়ে দেখা যাবে না এমএসডি-কে ৷ তবে তিনি ক্রিকেটের কোন ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন, তা স্পষ্ট করে কিছু জানাননি ৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা এ বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তাঁকে খেলতে দেখা যাবে বলেই আশাবাদী ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷

Published by:Pooja Basu
First published:

Tags: Mahendra Singh Dhoni, MS Dhoni