Home /News /sports /

ডেভিড দলে নেই কেন ? মিজোরামে প্রশ্নের মুখে পড়লেন মর্গ্যান

ডেভিড দলে নেই কেন ? মিজোরামে প্রশ্নের মুখে পড়লেন মর্গ্যান

আইজল ম্যাচে ডেভিড কেন নেই এবার সেই প্রশ্নের সামনে ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান।

 • Share this:

  #আইজল: মিজোরামে গিয়েও অশান্তি। আইজল ম্যাচে ডেভিড কেন নেই এবার সেই প্রশ্নের সামনে ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান। ২০ তারিখ আই লিগে ফিরতি লেগ শুরু করছে লাল-হলুদ।

  শীর্ষে থেকেও স্বস্তি নেই। মিজোরামে আইজলের বিরুদ্ধে ম্যাচ। কিন্তু দলে নেই গতবার ওই ক্লাবে খেলা সেরা ফুটবলার ডেভিড। কেন নেই, এবার কোচ মর্গ্যানের থেকে সেই কৈফিয়েত চাইলেন কর্তারা। অন্দরের দাবি, ক্লাবকে পয়েন্ট তালিকায় শীর্ষে তুললেও দল গঠনের ব্যাপারে পরের পর ভুল করে চলেছেন ব্রিটিশ কোচ। এই ম্যাচে ডেভিডকে দলে রাখা পিছনে কর্তাদের যুক্তি, এই মাঠে ফুটবল খেলেই নজরে পড়েছিলেন ডেভিড। আর সেই মিজো ফুটবলারকে কলকাতায় রেখে আইজল গিয়েছে দল।

  শিলিগুড়ি থেকে ফেরার পর ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য ইঙ্গিত দেন বেশ কিছু পরিবর্তনের। সেইমতো সোমবার তিনটি পরিবর্তনও হতে চলেছে লাল-হলুদে। ডিফেন্সে গুরবিন্দরের বদলে অর্ণব। সাইড ব্যাকে রাহুল বেকের জায়গায় রবিন গুরুং। আর মাঝমাঠে নিখিল পূজারির জায়গায় অবিনাশ রুইদাস। প্রথম দলে থাকতে পারেন রোমিও ফার্নান্ডেজ।

  First published:

  Tags: East Bengal, Trevor James Morgan, আই লিগ, আইজল এফ সি, ইস্টবেঙ্গল, ট্রেভর জেমস মর্গ্যান

  পরবর্তী খবর