Home /News /sports /

আজ পোর্ট অফ স্পেনে ধাওয়ানের সঙ্গে ওপেন কে করবেন ?

আজ পোর্ট অফ স্পেনে ধাওয়ানের সঙ্গে ওপেন কে করবেন ?

Photo: BCCI

Photo: BCCI

 • Share this:

  #পোর্ট অফ স্পেন: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ওয়েস্ট ইন্ডিজ ছুটতে হয়েছে ভারতীয় দলকে ৷ আজ, শুক্রবার পোর্ট অফ স্পেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে খেলতে নামবেন কোহলিরা ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে দুটি পরিবর্তন হয়েছে ভারতীয় দলে ৷ ওপেনার রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ দলে এসেছেন চায়নাম্যান কুলদীপ যাদব এবং এবং উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷

  ব্রায়ান লারার শহরে আজ ভারতের ওপেনিং জুটি কী হতে পারে ? তা নিয়ে একটা জল্পনা ছিলই ৷ সেই জল্পনার অবসান ঘটিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি নিজেই ৷  বিরাট বলেছেন, ‘‘ওপেনিংয়ে শিখর ধাওয়ানের সঙ্গে অজিঙ্কা রাহানেই ওপেন করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ব্যাক-আপ ওপেনার হিসাবে ছিল। তাছাড়া ওপেনিংয়ে ও অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলে। তাই ওই শুরুতে নামবে।’’

  চায়নাম্যান বোলার কুলদীপ যাদব হয়তো প্রথম ম্যাচেই সুযোগ নাও পেতে পারেন ৷ তবে এই সিরিজে টিম কম্বিনেশনে বেশ কিছু বদল ঘটিয়ে পরীক্ষা-নিরীক্ষা যে ভারতীয় দল করবে, তা বলাই বাহুল্য ৷ অধিনায়ক বিরাটও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলায় হার-জিত রয়েছেই ৷ সব ম্যাচ কখনই জেতা সম্ভব নয় ৷ একই সঙ্গে হারের পর হতাশ হওয়ারও কোনও কারণ নেই ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির হার ভুলে ওয়েস্ট ইন্ডিজে ভারত যে সিরিজ জিততে তৈরি সেটা পরিষ্কার করে দিয়েছেন কোহলি ৷

  নেট প্র্যাকটিসে ব্যস্ত অজিঙ্কা রাহানে ৷ Photo: BCCI নেট প্র্যাকটিসে ব্যস্ত অজিঙ্কা রাহানে ৷ Photo: BCCI
  First published:

  Tags: 1st ODI, Ajinkya Rahane, India-Westindies, Shikhar Dhawan, Trinidad & Tobago, Virat Kohli

  পরবর্তী খবর