Home /News /sports /

সমালোচনায় জর্জরিত ! কী করবেন ইস্টবেঙ্গল কোচ মর্গ্যান ?

সমালোচনায় জর্জরিত ! কী করবেন ইস্টবেঙ্গল কোচ মর্গ্যান ?

২৫ মার্চ কলকাতায় আসার কথা ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানের।

 • Share this:

  #কলকাতা: ২৫ মার্চ কলকাতায় আসার কথা ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানের। ফিরে এসেই ডার্বির প্রস্তুতিতে নামবেন ব্রিটিশ কোচ।

  ঘনিষ্ঠ মহলে বলেছেন একবার লিগ জেতার শেষ চেষ্টা করে দেখতে চান। কিন্তু প্র্যাকটিস শিডিউল পাল্টে ফেলে অনুশীলনের দিন এগিয়ে নিয়ে আসায় বেজায় বিরক্ত তিনি। টানা সমালোচনায় জর্জরিত হয়ে পড়েছেন।

  নিজেও বুঝতে পারছেন ইস্টবেঙ্গলে তাঁর দ্বিতীয় ইনিংসে দাঁড়ি পড়তে চলেছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে সেটা বুঝেই গিয়েছেন মর্গ্যান।

  এদিকে কোটি টাকা খরচ করে সুইমিং পুল বানিয়ে সবাইকে চমকে দিল খড়গপুর কলেজ ৷  ইউজিসি-র টাকায় আধুনিক মানের এক সুইমিং পুল গড়ে উঠেছে খড়গপুর কলেজে। কলেজ সূত্রে জানা যায়, সকাল-বিকেলে নির্দিষ্ট সময়ে শহরের নাগরিকেরাও এখানে সাঁতার শেখার সুযোগ পাবেন। এক কোটি ৩০ লক্ষ টাকায় তৈরি সুইমিং পুলের কাজ প্রায় শেষ। শীঘ্রই এর উদ্বোধন হবে ৷ খড়্গপুর শহরে আইআইটি আর রেলের দুটি সুইমিং পুল আছে। এই দু’টিতে শহরের সাধারণ নাগরিকেরা সুযোগ পান না। খড়্গপুর কলেজের এই সুইমিং পুলে নির্দিষ্ট সময়ে সাঁতার শেখার সুযোগ পাবেন তাঁরা।

  First published:

  Tags: Trevor James Morgan, চ্রেভর জেমস মর্গ্যান

  পরবর্তী খবর