হোম /খবর /খেলা /
প্রয়াত কিংবদন্তী ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার এভার্টন উইকস

প্রয়াত কিংবদন্তী ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার এভার্টন উইকস

Everton Weekes

Everton Weekes

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম বড় নাম ছিলেন উইকস ৷

  • Last Updated :
  • Share this:

#অ্যান্টিগা: প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান স্যর এভার্টন উইকস ৷ বুধবার অ্যান্টিগাতে নিজের শহরেই জীবনাবসান হয় কিংবদন্তী এই ক্যারিবিয়ান তারকার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর ৷

গত বছর থেকেই অসুস্থ তিনি ৷ শেষপর্যন্ত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম বড় নাম ছিলেন উইকস ৷ ওয়ালকট, ফ্র্যাঙ্ক ওরেল এবং উইকস- এই ত্রয়ী একসঙ্গে ‘দ্য থ্রি ডব্লিউস’ বলে পরিচিত ছিলেন ক্রিকেট বিশ্বে ৷

১৯৪৮ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ১০ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন উইকস ৷ এই সময়ে তিনি খেলেছেন ৫৮টি টেস্ট ৷ তাঁর সংগ্রহে মোট ৪৪৫৫ রান, গড় ৫৮.৬২ ৷ ১৫টি সেঞ্চুরি রয়েছে উইকসের ঝুলিতে ৷ ব্যাট হাতে দুর্ধর্ষ টাইমিংয়ের জন্যই ক্রিকেটপ্রেমীদের অত্যন্ত পছন্দের ক্রিকেটার ছিলেন উইকস ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Everton Weekes, West Indies