ইংল্যান্ড- ২০৪ ও ৩১৩ওয়েস্ট ইন্ডিজ- ৩১৮ ও ২০০/৬
#সাউদাম্পটন: রোজ বোলে ১১৬ দিন পর ফিরেছিল ক্রিকেট ৷ দর্শকহীন স্টেডিয়ামে করোনা সতর্কতায় একাধিক নতুন নিয়ম চালু হওয়ার পর ক্রিকেট কতটা জমবে, তা নিয়ে সন্দেহ ছিল গোটা ক্রিকেটবিশ্বেরই ৷ কিন্তু রবিবার সাউদাম্পটনে প্রথম টেস্ট ৪ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিল, তারা এখনও ফুরিয়ে যায়নি ৷ বিশ্বচ্যাম্পিয়নদের তাদের দেশের মাটিতে হারানোর ক্ষমতা রাখেন ক্যারিবিয়ানরা ৷ দর্শকহীন স্টেডিয়ামে দুর্দান্ত এক টেস্ট ম্যাচ উপহার দিলেন হোল্ডাররা ৷
Windies win by 4 wickets!#ENGvWI pic.twitter.com/uD7ax9pgwF
— ICC (@ICC) July 12, 2020
রবিবার টেস্টের পঞ্চম দিনে ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ ৷ সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে এগিয়েও গেল হোল্ডার ব্রিগেড ৷ ব্যাট হাতে এদিন রোজ বোলে ম্যাজিক দেখালেন ব্ল্যাকউড ৷ ৯৫ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি ৷ চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে একসময় মাত্র ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা কিছুটা চাপে পড়লেও তা সামাল দেন ব্ল্যাকউড ৷ তাঁর অসমাপ্ত কাজটা শেষ করেন অধিনায়ক হোল্ডার ও ক্যাম্পবেল। প্রথম ইনিংসে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২০৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল ৩১৮ রান। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসদের ৩১৩ রানে অল আউট করে ওয়েস্ট ইন্ডিজ। গ্যাব্রিয়েল নেন পাঁচটি উইকেট। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পান তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন গ্যাব্রিয়েল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eng vs WI, England vs West Indies