#মুম্বই: মহেন্দ্র সিং ধোনির উপর নির্ভরতার দিন এবার শেষ হয়েছে ৷ এমনটাই মত কিংবদন্তী সুনীল গাভাসকরের ৷ দলে এখন আরও তরুণদের বিনিয়োগ করা উচিৎ বলে মনে করেন তিনি ৷ আগামী বছরই টি টোয়েন্টি বিশ্বকাপ ৷ সেটা মাথায় রেখেই এখন এগোনো উচিৎ ৷ সেখানে ধোনির জায়গায় ঋষভই প্রথম পছন্দ সানির ৷
বিশ্বকাপের টিমে পন্থকেই দেখতে চান গাভাসকর ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে নেই ধোনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে ধোনিকে টিমে দেখা যাবে কী না, তা নিয়ে গাভাসকর বলেন ‘‘ আমাদের ধোনির বাইরে এবার তাকানো প্রয়োজন ৷ আমার দলে অন্তত ধোনির জায়গা নেই ৷ টি টোয়েন্টির কথা ভাবা হলে ঋষভ পন্থের কথাই ভাবব আমি ৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MS Dhoni, Rishabh Pant, Sunil Gavaskar