#কলকাতা: বোর্ডের বিজ্ঞাপনে বিশেষ সাড়া মেলেনি। তবে আবেদন জমা পড়েছে রবিন সিং, লালচাঁদ রাজপুত, জয়বর্ধনেদের। উল্টোদিকে খোলাখুলি শাস্ত্রীকে সমর্থন করেছেন বিরাট। কপিলের কথাতেও কাপ্তানের পছন্দকে গুরুত্ব। কোচের রেসে ফের ফ্রন্টরানার শাস্ত্রী। কপিলের মতে, ‘‘ বিরাটের মন্তব্যকে আমি সম্মান করি। বিরাট এ ব্যাপারে মন্তব্য করতেই পারে। তবে শেষ সিদ্ধান্ত নেবে ক্রিকেট উপদেষ্টা কমিটিই।’’
বিরাটদের নতুন কোচের জন্য বোর্ডের বিজ্ঞাপনে তেমন সাড়া মেলেনি। হেড কোচের পদে আবেদন করেছেন রবিন সিং, লালচাঁদ রাজপুতের মত ভারতীয় কোচেরা। বিদেশিদের মধ্যে ফের আবেদন করেছেন কার্স্টেন, টম মুডি। একইসঙ্গে দৌড়ে আছেন জয়বর্ধনে ও মাইক হেসন। তবে বৃহস্পতিবার কোচ নিয়োগ নিয়ে কপিলের প্রতিক্রিয়ায় ফের সম্ভাবনা বাড়ল শাস্ত্রীর। তবে রবিকে ফ্রন্টরানার ধরা হলেও তাঁর আমলে দলের সাফল্য নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার প্রাক্তনরা।
Skipper @imVkohli does know how to bring smiles and joy to the fans #TeamIndia pic.twitter.com/lqrAUaCODY
— BCCI (@BCCI) August 1, 2019
কাপ্তান কোহলি আগেই নিজের পছন্দের প্রার্থী অ্যাখ্যা দিয়েছেন শাস্ত্রীকে। গায়কোয়াড়ের কথাতেও শাস্ত্রীর দিকে ঝুঁকে থাকারই ইঙ্গিত। একমাত্র গাভাসকর প্রশ্ন তুলেছেন বিশ্বকাপে শাস্ত্রী-কোহলি জুটির সাফল্য নিয়ে। এমন পরিস্থিতিতে কপিল, গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামীদের অ্যাড-হক কমিটির কাছে বাড়তি গুরুত্ব পেতে পারে নিরপেক্ষ প্রশাসক বিনোদ রাইয়ের পছন্দ। তবে শাস্ত্রী থেকে গেলে বোলিং কোচ হিসেবে ফের চাইতে পারেন ভরত অরুণকে। একমাত্র ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গারের ফের নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে ক্রিকেটমহল।