#বেঙ্গালুরু : আইপিএল টেবলে এবারের মরশুেম শেষ স্পটে শেষ করেছ বিরাট কোহলির আরসিবি ৷ ক্রিকেট নিয়ে পারফরম্যান্স নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা হবে ৷কিন্তু এসব কিছুকে ছাপিয়ে গেছেন এক সুন্দরী ৷ আরসিবি-র ফ্যান এই সুন্দরী মহিলাকে দেখে থেকে ক্যামেরা খালি এঁকেই খুঁজেছে ৷
সানরাইজার্স হায়দরাবাদ বনাম আরসিবি ম্যাচে গ্যালারিতে আগুন ধরিয়ে দিয়েছেন এই ললনা ৷ আর তারপর থেকে সারা দেশের ক্রাশে পরিণত হয়েছেন এই সুন্দরী ৷
এই সুন্দরী হলেন বন্দনা নামের মহিলা ৷ লাল ক্রপ টপে যেভাবে বিরাটের পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভাসছিলেন তাতে অনুষ্কা শর্মার বিরাটের জন্য আবেগও যেন হেরে যাবে ৷
সুন্দরী এই ললনা আপাতত নেটিজেনদের নয়া পসন্দ ৷
দেখে নিন সেই দারুণ মুহূর্তের ভিডিও
#RCB Girl Forever#RCBvSRH pic.twitter.com/m4uPz1XGwj
— Deepika (@deeghose12) May 4, 2019
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, Viral Video, Virat Kohli, আইপিএল ২০১৯, বিরাট কোহলি, ভাইরাল ভিডিও