#বার্মিংহ্যাম: পাকিস্তানি ভাংড়া !!!! শুনে ভিরমি খাবেন না। বার্মিংহ্যামে নিউজিল্যান্ডকে পাকিস্তান হারানোর পর এক ভারতীয় সমর্থকের সঙ্গে ভাংড়া পাকিস্তানি সমর্থকের।
লর্ডসে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এই ছবিটা আলাদা করে নজর কেড়েছিল। পাকিস্তানের হয়ে গলা ফাটাতে ক্রিকেটের মক্কায় সেদিন হাজির ছিলেন এক ভারতীয় সমর্থক। হাতের প্ল্যাকার্ডে প্রতিবেশী দেশকে সমর্থনের বার্তা ছিল তাঁর। ১৬জুনের প্রেস্টিজ ম্যাচে হেলায় জিতেছে ভারত। লজ্জার হারের জন্য পাক দলকে তুলোধনা করেছেন সমর্থকরা। সমর্থকদের কটূক্তির স্বীকার হয়েছিলেন পাক অধিনায়কও। তার প্রতিবাদ করে পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় সমর্থকরা। বুধবারের এজবাস্টনে ভারত-পাক বন্ধুত্বের আরও এক ছবি।
This is love Pakistan and India fan dancing together after Pakistan’s win in Birmingham. #PakvNZ #CWC19 pic.twitter.com/nYDQjiEcnE
— Hermaine (@Hermxxni) June 26, 2019
কিউইদের জয়রধ থামিয়ে বিশ্বকাপে ভেসে রইল পাকিস্তান। আর স্টেডিয়ামের মধ্যেই ভাংড়ায় সেলিব্রেশন এক পাক সমর্থকের। তাঁর সঙ্গে যোগ দিলেন এক ভারতীয়ও। দুই দেশের সম্পর্কের আবহে এ এক অন্য ছবি।
আরও দেখুন-