রাহানের জন্য জাফরের ফের গুপ্ত বার্তা, ঠিক বুঝে গেলেন ফ্যানেরা
রাহানের জন্য জাফরের ফের গুপ্ত বার্তা, ঠিক বুঝে গেলেন ফ্যানেরা
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর এখন সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছেন৷ হাস্যরসে সমৃদ্ধ পোস্ট ও মজাদার মিমে নেটাগরিকদের মন জয় করে নিচ্ছেন রঞ্জি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক৷
#মুম্বই:ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর এখন সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছেন৷ হাস্যরসে সমৃদ্ধ পোস্ট ও মজাদার মিমে নেটাগরিকদের মন জয় করে নিচ্ছেন রঞ্জি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক৷
জাফর বক্সিং-ডে টেস্টের আগে টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের জন্য একটি গুপ্ত বার্তা পোস্ট করেছিলেন ট্যুইটারে৷ তিনি যে বার্তা দিয়েছিলেন সেখানে প্রতিটি শব্দের আদ্যাক্ষরগুলো জুড়লে শুভমান গিল ও লোকেশ রাহুলের নাম পাওয়া গিয়েছিল৷ তিনি বোঝাতে চেয়েছিলেন প্রথম একাদশে এই দু'জনকে রাখুক রাহানে৷
Today I had nice filter coffee by the lake. Amazing how fish can breathe underwater. Then I walked past a potrait of Che Guevara before bumping into an old pal from Dombivali who now has a restaurant in Borivali.
Btw good luck for SCG test @ajinkyarahane88#Decode 😉 #AUSvIND
ফের একই ভাবে তৃতীয় টেস্ট শুরুর তিন দিন আগে গুপ্ত বার্তা দিলেন জাফর৷ এবারও ফ্যানেরা 'ডিকোড' করে ফেললেন জাফরের ধাঁধা৷ এবার জাফর চাইছেন সিডনির দলে রাহুল-গিল ছাড়াও থাকুক রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা ও রাহানে নিজে৷
Filter Coffee - KL Rahul
Fish Breathe - Gill
Che - Pujara
Old Pal from Dombivali - Rohit Sharma
Borivali - Rahane
ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷ দুই দলই সিডনি পৌঁছে গিয়েছে৷ চার ম্যাচের চলতি টেস্ট সিরিজ এখন ১-১৷ অ্যাডিলেডে গোলাপি বলের ডে-নাইট টেস্টে আট উইকেটে হারতে হয়েছিল ভারতকে৷ লজ্জার হারের পরেই মেলবোর্নে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া৷ এই একই ব্যবধানে ম্যাচ জেতে রাহানের দল৷ আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু তৃতীয় টেস্ট৷ এরপর সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ব্রিসবেনে৷