#এলাহাবাদ : পবিত্র স্নান ৷ গঙ্গায় স্নান সবসময়েই পবিত্র ৷ তারওপর কুম্ভের সময় যদি স্নান করা যায় তাহলে পুণ্যের ঘড়া আরও ভরে ওঠে ৷ এবছর মার্চ মাস অবধি চলবে কুম্ভস্নান ৷ বিভিন্ন দফায় এই স্নান চলছে ৷
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ সারলেন কুম্ভের পবিত্র স্নান ৷ এলাহাবাদে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্নান করলেন ভারতীয় ক্রিকেটের পঞ্চপান্ডবের অন্যতম ৷
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছবি পোস্ট করেছেন লক্ষ্মণ ৷ নিজের স্ট্যাটাসে লক্ষ্মণ লিখেছেন কুম্ভমেলায় অংশ নিয়ে সৌভাগ্যবান মনে করছি ৷ সঙ্গমে পবিত্র স্নান সারলাম ৷ হর হর গঙ্গে ৷’
Was fortunate to be a part of the #KumbhMela and take a holy dip in the Sangam today. Har Har Gange pic.twitter.com/gJRLgxutdz
— VVS Laxman (@VVSLaxman281) February 23, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kumbh Mela, VVS Laxman, কুম্ভমেলা, ভিভিএস লক্ষ্মণ