#মুম্বই: অনিল কুম্বলের পর ভারতের হেড কোচ কে হবেন ? এই নিয়ে কম নাটক হয়নি ৷ সৌরভদের অ্যাডভাইজারি কমিটির পছন্দের তালিকায় বীরেন্দ্র সেহওয়াগ থাকলেও শেষপর্যন্ত অধিনায়ক বিরাট কোহলির পছন্দকেই প্রাধান্য দেওয়া হয়েছে ৷ হেড কোচের পদে রবি শাস্ত্রীকেই নিয়োগ করা হয়েছে ৷ টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে ছিটকে পরার পর কতটা হতাশ বীরু ? এই প্রশ্ন অনেকের মাথাতেই এসেছিল ৷ যদিও সংবাদমাধ্যমে এই নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না ৷ অবশেষে মুখ খুললেন সেহওয়াগ ৷
সেহওয়াগ সাফ জানালেন , খেলা ছাড়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও মাথা ব্যাথা নেই তাঁর ৷ বীরুর মতে, ‘‘জাতীয় দলের কোচ হওয়ার কথা কোনওদিনও ভাবিনি। এটা হলে উপরি পাওনা হত। এমনকী, নিজের ভবিষ্যত নিয়েও কোনও মাথাব্যাথা নেই আমার। পরিস্থিতি যেমন থাকে, সেই মতোই আমি চলার চেষ্টা করি। চেষ্টা করি কিছু অন্যরকম কাজ করতে।’’
টিম ইন্ডিয়ার হেড কোচের চাকরিটা না পেলেও অবশ্য ধারাভাষ্যকারের কাজটা চালিয়ে যাবেন তিনি ৷ কিছুদিন পর একটি টিভি শো-তেও দেখা যাবে সেহওয়াগকে ৷ সেখানে দেশের সেরা ১৩ জন অ্যাথলিটরা অংশগ্রহণ করবেন ৷যা নিয়ে তিনি যথেষ্ট খুশি বলে জানিয়েছেন বীরু ৷ সেহওয়াগ জানান, ‘‘এই শো আমার জন্যেও একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। আমি সবসময়ে অ্যাথলিটদর জীবন নিয়ে আমার ছেলেদের কাছে গল্প করি। আমার স্কুল, সেহওয়াগ ইন্টারন্যাশনালের প্রায় ২৫-৩০ জন ছেলে-মেয়ে সম্প্রতি হরিয়ানার হয়ে জাতীয়স্তরে প্রতিনিধিত্ব করেছে। তাই এই ধরনের টিভি শো-এর জন্য আমি সবসময়ে প্রস্তুত।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Future Planning, Team India Coach, Virender Sehwag, বীরেন্দ্র সেহওয়াগ