হোম /খবর /খেলা /
ভারতের 'বি দল' পাঠানো প্রসঙ্গে অর্জুনা রনতুঙ্গাকে ধুয়ে দিলেন সেহওয়াগ

ভারতের 'বি দল' পাঠানো প্রসঙ্গে অর্জুনা রনতুঙ্গাকে ধুয়ে দিলেন সেহওয়াগ

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে যোগ্য জবাব বীরুর

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে যোগ্য জবাব বীরুর

বীরু মনে করেন শ্রীলঙ্কা বোর্ডকে ভারতের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, 'অর্জুনা যে দলকে 'বি' দল বলছেন, আমরা যা অবশ্যই গ্রহণ করছি না, এই দলও ইংল্যান্ড সফরে থাকা দলের সঙ্গে খেললে কিছু ম্যাচ জিতে যাবে"বলেন তিনি

  • Last Updated :
  • Share this:

#কলম্বো: ব্যাট হাতে বাইশ গজে তিনি যেমন বোলারদের ধ্বংস করতে ভালোবাসতেন, তেমনই সোশ্যাল মিডিয়ায় এবং সাক্ষাৎকারে বরাবর সোজাসুজি কথা বলতেই পছন্দ করেন বীরেন্দ্র সেহওয়াগ। হুক বা পুল করে মাঠের বাইরে ফেলাই নিন্দুকদের তার একমাত্র লক্ষ্য থাকে। এই মুহূর্তে ভারতের দুটি জাতীয় দল দুই দেশে সফর করছে। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি আছে ইংল্যান্ড সফরে। আর শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল আছে শ্রীলঙ্কায়।

সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা বলেছিলেন, ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়ে লঙ্কান ক্রিকেটকে অসম্মান করেছে। বাস্তবতা হল, প্রথম ওয়ানডেতে সেই দ্বিতীয় সারির ভারতের কাছেই স্রেফ উড়ে গিয়েছে পূর্ণশক্তির শ্রীলঙ্কা। ৭ উইকেটে সেই জয়ের পর রনতুঙ্গাকে জবাব দিলেন বীরেন্দ্র সেহওয়াগ।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাতকারে রনতুঙ্গার মন্তব্যের প্রসঙ্গে ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বলেন, 'অর্জুনা রনতুঙ্গার ওই মন্তব্য একটু রূঢ় হয়ে গেছে। তিনি হয়তো ভেবেছিলেন, এটি 'বি' দল। কিন্তু ভারতীয় ক্রিকেটের শক্তির গভীরতা এমন, যে কোনো দলই পাঠালেও তা 'বি' দল হবে না। এটা সম্ভবত আইপিএলের ফসল। আমাদের এত প্রতিভাবান ক্রিকেটার আছে যে এক দলে জায়গা দিতে পারি না। শ্রীলঙ্কা সফরের এই দলও সমান প্রতিভাবান।'

বীরু মনে করেন শ্রীলঙ্কা বোর্ডকে ভারতের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, 'অর্জুনা যে দলকে 'বি' দল বলছেন, আমরা যা অবশ্যই গ্রহণ করছি না, এই দলও ইংল্যান্ড সফরে থাকা দলের সঙ্গে খেললে কিছু ম্যাচ জিতে যাবে। বরং শ্রীলঙ্কান বোর্ডের উচিত দল পাঠানোর জন্য ভারতীয় বোর্ডকে ধন্যবাদ জানানো। ভারতীয় বোর্ড খুব সহজেই বলতে পারত যে, অন্য কোনো সময় সফর করবে। শ্রীলঙ্কার কৃতজ্ঞ থাকা উচিত যে এই দল পাঠানোয় তাদের বোর্ড ও ক্রিকেটাররা আর্থিকভাবে লাভবান হবে। ভারত দল না পাঠালে তো তারা এই ছয় ম্যাচের আয় হারাত।'

ভারতের প্রাক্তন তারকা মনে করেন ভারতের এই দলকে হারানো দূরের কথা, ম্যাচে কঠিন পরিস্থিতি তৈরি করাও শ্রীলঙ্কা দলের পক্ষে বেশ কঠিন ব্যাপার। অতীতের জয়সূর্য, অরবিন্দ ডি সিলভা, মহানামা, আতাপাতু, জয়বর্ধনেরা ভারতকে বরাবর কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। কিন্তু বর্তমান লঙ্কান ক্রিকেটাররা সেই কাজ করতে পারেন বলে মনে করেন না 'নজফগড়ের নবাব ' ।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Sri Lanka, Virender Sehwag