• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • VIRAT KOHLIS TWEET SPARKS MS DHONI RETIREMENT SPECULATION SS

আজই কি অবসর নিচ্ছেন ধোনি ? বিরাটের ট্যুইটে জল্পনা তুঙ্গে

Photo Courtesy: Virat Kohli/Twitter

 • Share this:

  #মুম্বই: মহেন্দ্র সিং ধোনি কি অবসর নিচ্ছেন ? তা নিয়ে বিশ্বকাপের পর থেকেই চলছে জোর জল্পনা ৷ হঠাৎ বিরাট কোহলির এক ট্যুইটকে ঘিরে এখন জোর জল্পনা ৷ ২০১৬-র টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের কথা উল্লেখ করে বিরাট ট্যুইট করেন ৷

  ভারত অধিনায়ক লেখেন, ‘‘ওই ম্যাচে পাগলের মতো আমায় দৌড় করিয়েছিল ৷ ফিটনেস পরীক্ষার সময় যে ভাবে ছুটতে হয়, সেভাবেই লোকটা আমায় ছুটিয়েছিল ৷ ’’

  কোহলির এই ট্যুইটের পরেই একাধিক প্রশ্ন জুড়ে দেন সমর্থকরা ৷ সবার প্রশ্নই এক, হঠাৎ এমন ট্যুইট কেন বিরাটের ? ধোনি কি তাহলে অবসর নিচ্ছেন ? আজ, বৃহস্পতিবার সন্ধে ৭টায় সাংবাদিক সম্মেলনেই কি অবসর ঘোষণা করবেন ধোনি ? জল্পনা এখন তুঙ্গে ৷

  বিরাট জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে ধোনির জন্যই মরিয়া হয়ে ছুটতে শুরু করেন তিনি ৷ কারণ এক রানকে দু’রানে পরিণত করাই ছিল তাঁদের লক্ষ্য ৷ রানিং বিট্যুইন দ্য উইকেটসে ধোনি দুর্দান্ত ৷ ২২ গজে ধোনি যেভাবে দৌড়ন, তাঁর মতো কম জনই পারেন ৷ ধোনির অবসর নিয়ে এখন জল্পনা তুঙ্গে ৷ অপেক্ষা আর মাত্র কিছু সময়ের ৷ জল্পনা সত্যি হয় কী না, জানা যাবে সন্ধে ৭টায় ৷

  আরও দেখুন-

  First published: