Home /News /sports /

ওয়াংখেড়েতে টিম কোহলির হাতে বিপর্যস্ত ইংল্যান্ড, সিরিজ ভারতের

ওয়াংখেড়েতে টিম কোহলির হাতে বিপর্যস্ত ইংল্যান্ড, সিরিজ ভারতের

ওয়াংখেড়েতে বিপর্যস্ত ইংল্যান্ড। ইনিংস ও ৩৬ রানে চতুর্থ টেস্টে হার ইংল্যান্ডের ৷ এর জেরে ৫ টেস্টের সিরিজে ৩-০ এগিয়ে গেল ভারত ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: ওয়াংখেড়েতে বিপর্যস্ত ইংল্যান্ড। ইনিংস ও ৩৬ রানে চতুর্থ টেস্টে হার ইংল্যান্ডের ৷ এর জেরে ৫ টেস্টের সিরিজে ৩-০ এগিয়ে গেল ভারত ৷ মুম্বই টেস্টের পাশাপাশি ও সিরিজও ছিনিয়ে নিল ভারত ৷

  ওয়াংখেড়ের কিং বিরাট কোহলি ৷ রেকর্ডের পর রেকর্ড গড়ছেন ভারতীয় অধিনায়ক ৷ ওয়াংখেড়ের দ্বিশতরানের সঙ্গে সঙ্গেই একটি নজির গড়েছেন বিরাট কোহলি ৷ টেস্ট কেরিয়ারে এটি তৃতীয় ডবল সেঞ্চুরি কোহলির ৷ তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যার দখলে তিনটে ডবল সেঞ্চুরি ৷ এই কৃতিত্ব এর আগে কোনও ভারতীয়ের নেই ৷ সোমবার টেস্ট ও সিরিজ জয়ের পর আরও একটি নজির গড়লেন কোহলি ৷ ৷ কোহলিই প্রথম ভারত অধিনায়ক যার নেতৃত্বে পরপর ৫ সিরিজে জয় ভারতের ৷  শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ৷ পাঁচ সিরিজে জয়ী অধিনায়ক বিরাট কোহলি ৷

  মুম্বইয়ে ফয়সালা হচ্ছেই। চতুর্থ দিনের শেষে স্পষ্ট করে দিয়েছিল ওয়াংখেড়ে। ভারতের লিড দুশো একতিরিশ তাড়া করতে নেমে হারের মুখে দাঁড়িয়ে তখন ইংল্যান্ড। দিনের শেষে তাঁদের স্কোর চার উইকেটে একশো বিরাশি রান। দুই ডেঞ্জারম্যান জো রুট এবং জন ব্যাটস্ট্রো প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৷  শেষ দিনে বিরাটের প্রয়োজন চার উইকেট।

  দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই নড়ে যায় ইংরেজদের ব্যাটিং। ভুবনেশ্বর ফেরান জেনিংসকে। এরপর ম্যাজিক শুরু জাডেজা-অশ্বিনের। এর ফাঁকেই আসল কাজটা করেন জয়ন্ত যাদব। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রুটকে ফেরান ভারতীয় অফ স্পিনার। পঞ্চম দিনে আর বেশি সময় লাগেনি ৷ প্রথম ঘণ্টাতেই ইতি পড়ল ইংল্যান্ডের ইনিংস ৷

  দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ম্যাচে মোট ১২ টি উইকেট অশ্বিনের দখলে ৷ এনিয়ে সপ্তমবার ম্যাচে ১০ উইকেট অশ্বিনের ৷ কুম্বলের পরেই রয়েছেন অশ্বিন ৷ পরপর ৫ টেস্ট সিরিজ জয় ভারতের ৷

  First published:

  Tags: 4th Test, Bengali News, ETV News Bangla, India vs England, India Win Series, Virat Kohli's India Drub England, Wankhede Stadium

  পরবর্তী খবর