হোম /খবর /খেলা /
‘সবাইকেই একদিন এই সফর শেষ করতে হয়, তবু...’ ধোনির অবসর ঘোষণায় ইমোশনাল কোহলি

‘সব ক্রিকেটারকেই একদিন এই সফর শেষ করতে হয়, তবু...’ ধোনির অবসর ঘোষণায় ইমোশনাল পোস্ট কোহলির

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে তুলে দিয়েছিলেন যে সতীর্থ, তাঁর বিদায়ে মন খারাপ বিরাটের ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সমস্ত জল্পনায় ইতি ঘটিয়ে আচমকাই শেষ হয়ে গেল ক্রিকেটের আরও এক অধ্যায় ৷ আন্তর্জাতিক ক্রিকেটের ২২ গজে নীল জার্সি গায়ে আর দেখা মিলবে না তাঁর ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। পনেরো বছরের বর্ণময় ক্রিকেট জীবনের ইতি পড়ল ১৫ অগাস্টের সন্ধ্যায়। একদম চিরকালীন ধোনির হেলিকপ্টার শট স্টাইলে ৷

ক্যাপ্টেন কুলের আচমকা অবসর ঘোষণায় আবেগপ্রবণ কোহলি সোশ্যাল মিডিয়ায় উজাড় করে দিলেন তাঁর হৃদয় ৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ব্যাটন তাঁর হাতে তুলে দিয়েছিলেন যে সতীর্থ, তাঁর বিদায়ে মন খারাপ বিরাটের ৷ কোহলি-ধোনি এই অসামান্য জুটির ক্যামেরাবন্দি একের পর এক মুহূর্ত শেয়ার করে ভারতীয় অধিনায়ক তাঁর ক্যাপ্টেন কুল-এর জন্য লিখলেন, ‘সব ক্রিকেটারকেই একদিন না একদিন সফর শেষ করতেই হয়, তবু এত কাছ থেকে যাকে দেখেছি, সে যখন এই সিদ্ধান্ত ঘোষণা করে তখন তো আরও বেশি মন খারাপ হয় ৷’

ধোনি কোহলির সম্পর্ক শুধু ক্রিকেটের ২২ গজ বা ড্রেসিংরুমেই আবদ্ধ নয়, একের অপরের ড্রয়িংরুমেও খেলার ফাঁকে ঢুকে পড়েছে সেই বন্ধুত্ব ৷ কোহলির লেখা নোটেও উঠে এল তার ঝলক ৷ ‘তুমি দেশের জন্য যা করেছ তা সারাজীবন মানুষের মনে থেকে যাবে, তোমার কাছে থেকে যে পারস্পরিক সম্মান ও ভালবাসা আমি পেয়েছি তা সারাজীবন আমার হৃদয়ে রয়ে যাবে ৷ বিশ্ব তোমার কীর্তি দেখেছে আমি দেখেছি তোমায় ৷ আমি সেই মানুষটাকে দেখেছি ৷ ধন্যবাদ তোমাকে অধিনায়ক ৷ আমি তোমার সামনে ঝুঁকে টুপি খুলে অভিবাদন জানাচ্ছি ৷’ লিখেছেন বিরাট ৷

‘মে পল দো পল কা শায়ের হুঁ... ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চনের ‘কভি কভি’ সিনেমায় মুকেশের গাওয়া গানটি জুড়ে ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিওতে ২২ গজে ১৫ বছরের ক্রিকেট জীবনের ফ্ল্যাশব্যাক পোস্ট করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা সফল অধিনায়ক ৷ ক্যাপশনে ধোনি লেখেন, ‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ ৷ আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন।’ অবসর প্রসঙ্গে এইটুকুই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। গোটা বিশ্বের ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাঁদিয়ে দেওয়ার জন্য এই বার্তাই যথেষ্ট ৷ সতীর্থদের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া উপছে পড়ে সমস্ত অগ্রজ ক্রিকেট লেজেন্ডদের বিদায়ী অভিবাদনে ৷

View this post on Instagram

Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

A post shared by M S Dhoni (@mahi7781) on

এ দিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন সচিন তেন্ডুলকরও। অকপট লিটল মাস্টার লেখেন, "২০১১ সালে তোমার নেতৃত্বে বিশ্বকাপ জয় আমার জীবনের সেরা মুহূর্ত।" ধোনি ও তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানান সচিন।

Published by:Elina Datta
First published:

Tags: MS Dhoni