বিরাট কোহলির ভাই বলে কথা। তাঁরও তো বিরাটের মতোই জনপ্রিয়তা থাকার কথা! এমনই দাবি অনেকের। তবে বিকাশ কোহলি সেসব কথায় । আর কান দেন না সেটা বুঝিয়ে দিলেন।
ইনস্টাগ্রামে বিরাট কোহলির ২০০ মিলিয়ন ফলোয়ার্স। সেই তুলনায় বিকাশ কোহলি বিরাটের ভাই হয়েও অনেক পিছনে। এটাই যেন হজম করতে পারছিলেন না নেটিজেনরা।
বিকাশ কোহলির ইনস্টায় ফলোয়ার্স এখনও এক মিলিয়ন হয়নি। আর সেই জন্যই তাঁকে টিটকিরি শুনতে হল। তবে তিনি সেসব কথা চুপচাপ হজম করলেন না।
একজন লিখলেন- ভাইয়ের ২০০ মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেল। এদিকে ওর এক মিলিয়নও হল না। সেই নেটিজেনকে যোগ্য জবাবও দিলেন বিকাশ কোহলি।
বিকাশ কোহলি লিখলেন- আপনি ভাল কোনও কাজ করুন। এখান জ্ঞান না দিলেও হবে।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।