#নয়াদিল্লি : বিরাট কোহলি দাড়ি রেখে যে ট্রেন্ড শুরু করেছেন তা এখন গোটা দেশের তরুণ প্রজন্ম পাগলের মতো অনুকরণ ও অনুসরন করছেন ৷ এটাই এখন জেন ওয়াইের ফ্যাশন ট্রেন্ডও ৷
নিজের দাড়িটিকে যে অত্যন্ত ভালোবাসেন তা বিরাট আগেও প্রমাণ করেছেন ৷ রবীন্দ্র জাডেজা একটা সোশ্যাল চ্যালেঞ্জে বিরাটকে দাড়ি কামিয়ে ফেলার জন্য চ্যালেঞ্জ করেছিলেন ৷ কিন্তু মানে মানে সেই চ্যালেঞ্জ এড়িয়ে গেছেন তিনি ৷ জানিয়েছেন তিনি তাঁর দাড়িকে বেশ ভালোবাসেন ৷ ফলে সেটা কাটার কোনও সম্ভবনা নেই ৷
আরও পড়ুন - যৌনতার ডোজে ঠাসা রেহামের আত্মজীবনী,চটে লাল ওয়াসিম আক্রম
এদিকে কেএল রাহুল নিজের টুইটার হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন , যাতে বিরাট কোহলি নিজের দাড়ির ইনসিওরেন্স করাচ্ছেন বলে জানিয়েছেন রাহুল ৷
বিরাটের সতীর্থ নিজের পোস্টের ট্যাগলাইনে লিখেছেন, ‘‘ আমি জানতাম তুমি তোমার দাড়িকে অসম্ভব ভালোবাসো, এইভাবে দাড়ির ইনসিওরেন্সে সেটাই প্রমাণিত হল ৷ ’’
কোহলি আগেও জানিয়েছিলেন নিজের দাড়ির যত্নে ত্রুটি করেন না ৷ লাগান বিশেষ তেল ৷ তিনি জানিয়েছিলেন শুধু আকারে ঝাঁকড়া হয়ে গেলে তিনি নিজের দাড়ি ট্রিম করে নেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KL Rahul, Viral Video, Virat Kohli