#কলকাতা: সারাবছর ভারতের মত এত বেশি সংখ্যায় আন্তর্জাতিক ক্রিকেট খেলে এমন দেশ কমই রয়েছে ৷ দলের ক্রিকেটারদের বিশ্রাম দিতে রোটেশন পদ্ধতি বেশ কয়েক মাস হল চালু হয়েছে টিম ইন্ডিয়ার সংসারে ৷ দলের অন্যান্য সদস্যরা মাঝেমধ্যেই বিশ্রাম পেলেও সমস্যায় পড়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ টেস্ট, ওয়ান ডে, টি২০ একের পর এক সিরিজ খেলতে খেলতে এখন ক্লান্ত বিরাট ৷ তাই তিনি বিশ্রাম নেবেন কী না, তা নিয়েই উঠেছে তীব্র জল্পনা ৷
বিরাট নিজেও কিছুদিন আগে জানিয়েছিলেন, তিনি রক্তমাংসের মানুষ ৷ কোনও রোবট নন ৷ অর্থাৎ বিশ্রাম তাঁরও চাই ৷ ভারত অধিনায়কের হয়ে এবার ব্যাট ধরলেন দলের ফিল্ডিং কোচ আর.শ্রীধরও ৷ তিনি বলেন, ‘‘এই দলের সকলেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য গর্বিত। সকলেই চায় সব ম্যাচ খেলতে। বিরাটকে যতটুকু চিনি তাতে ও সেরকমই। যতদিন ওর শরীর দেবে ও খেলে যাবে। সবটা বুঝে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় কাকে কখন বিশ্রাম দেওয়া হবে। কাজের চাপ, কে কতক্ষণ ক্রিজে থাকছে, কত ওভার, কতক্ষণ ব্যাট করছে সব কিছুর উপর নির্ভর করে।’’