হোম /খবর /খেলা /
ছুটি শেষ বিরাটের! অস্ট্রেলিয়া সিরিজের জন্য আবার ঘাম ঝরানো শুরু কোহলির

স্ত্রী, কন্যাকে নিয়ে ছুটি শেষ বিরাটের! অস্ট্রেলিয়া সিরিজের জন্য আবার ঘাম ঝরানো শুরু কোহলির

জিমে অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিরাট

জিমে অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিরাট

Virat Kohli sweats it out at gym after coming back from Uttarakhand. ছুটি শেষ বিরাটের! অস্ট্রেলিয়া সিরিজের জন্য আবার ঘাম ঝরানো শুরু কোহলির

  • Share this:

#মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না তিনি। সময়টা কাটিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা এবং মেয়ে ভামিকার সঙ্গে। উত্তরাখণ্ডের পাহাড়ি জঙ্গলে ট্রেক করেছেন, নদীর জল মাথায় লাগিয়েছেন। দয়া নন্দ মহারাজ বাবার আশ্রমে গিয়েছেন। ভক্তদের সঙ্গে সেলফি তুলেছেন। পুরোহিতদের ভোজন করিয়েছেন। ধার্মিক বিরাট কোহলি এবার আবার ফিরেছেন ক্রিকেটে।

চার-পাঁচটা দিন সময় বাকি। ন তারিখ থেকে শুরু অস্ট্রেলিয়া টেস্ট। নাগপুরে রওনা হওয়ার আগে জিমে ঘাম ঝরানো শুরু করে দিলেন বিরাট কোহলি। একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে স্কয়াট, প্রেস, পুশ আপ, স্ট্রেচিং সবকিছু করছেন বিরাট। কিছুক্ষণ সাইক্লিং করলেন। হালকা ওয়েট ট্রেনিং চলল। পায়ের জোর বাড়ানোর জন্য ছিল বিশেষ ব্যায়াম।

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

চোখে মুখে ফোকাস ধরা পড়ছে। কিং কোহলি অতীতে সব সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে এসেছেন। অস্ট্রেলিয়ার মাটিতেই হোক অথবা ভারতের মাটিতে। এবারও বর্ডার গাভাসকার সিরিজে ক্যাঙ্গারুদের হারাতে হলে বিরাট কোহলি ভারতের প্রধান ভরসা। তাই এক ফোটা সময় নষ্ট করতে রাজি নন তিনি।

নিজেকে সম্পূর্ণ মানসিক এবং শারীরিক রূপে ফিট রাখাই তার একমাত্র লক্ষ্য এই মুহূর্তে। নেট প্র্যাক্টিস অবশ্য শুরু করবেন কয়েকদিন পর। আর উত্তরাখন্ডে পরিবার নিয়ে ঘুরে মানসিক শান্তি পেয়ে গিয়েছেন কিং কোহলি। নিজেকে অস্ট্রেলিয়া সিরিজের আগে মানসিকভাবে হালকা রাখাটাও তার কাছে বড় চ্যালেঞ্জ।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IND vs AUS, Virat Kohli