হোম /খবর /খেলা /
মাঠেই জুতো দেখান কোহলি! নতুন ভিডিও, বিরাট-গম্ভীর ঝামেলার সূত্রপাত তখনই!

মাঠেই জুতো দেখান কোহলি! নতুন ভিডিও, বিরাট-গম্ভীর ঝামেলার সূত্রপাত তখনই!

Virat Kohli: আফগান ক্রিকেটারকে জুতো দেখান বিরাট কোহলি! তার পরই রেগে ফায়ার গম্ভীর! নতুন ভিডিও।

  • Share this:

লখনউ: সোমবার গভীর রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচের পরও ম্যাচের ফলাফলের চেয়ে বিতর্কই বেশি ছিল।

কেউ বিরাট কোহলির, কেউ গৌতম গম্ভীরের দোষ তুলে ধরছেন। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস-এর ব্যাটিং শুরু হলেই শুরু হয় বিতর্ক। ইনিংসের ১৭তম ওভারে আফগানিস্তানের ফাস্ট বোলার নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির বাকবিতণ্ডা বেড়ে যায়। পরে আম্পায়াররা এসে বিষয়টি শান্ত করেন।

আরও পড়ুন- ‘দশ সাল বাদ’ ২০১৩-২৩ এখনও রক্ত ফুটছে! এ কেমন চোরা শত্রুতা

মাঠের আম্পায়ারদের সঙ্গে অবেকক্ষণ কথা বলেন কোহলি। সেই সময় কোহলি এমন কিছু বলেছিলেন, যার জেরে নবীনের কাছ থেকেও জবাব আসে। কোহলি তখন পাল্টা বলেন।নবীনের দিকে ইশারায় জুতো দেখান কোহলি। তা নিয়েই বিতর্কের শুরু।

বিরাট কোহলি এবং লখনউ সুপারজায়ান্টস-এর ওপেনার কাইল মেয়ার্স ম্যাচ শেষ হওয়ার পরে কথা বলছিলেন। তখন গৌতম গম্ভীর এসে কাইল মেয়ার্সকে কোহলির কাছ থেকে দূরে সরিয়ে নেন।

এর পর কোহলি ও গৌতম গম্ভীর পরস্পরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এই পুরো পর্বের সঙ্গে শুরু থেকেই জড়িয়ে আছে নবীন-উল-হকের নাম। আসুন জেনে নিই তাঁর সম্পর্কে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৩ বলে ১৩ রান করা নবীন উল হক আফগানিস্তানের ফাস্ট বোলার। তিনি ২০২২ বিশ্বকাপ এবং এশিয়া কাপ-এ দুর্দান্ত পারফর্ম করেছিলেন।

আরও পড়ুন- আসলে কী ঘটেছিল! সামনে এল কোহলি-গম্ভীর 'যুদ্ধের' নতুন ভিডিও,তোলপার ক্রিকেট দুনিয়া

সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগে খেলেন তিনি। এখনও পর্যন্ত তিনি সিলেট থান্ডার্স, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, টিম আবুধাবি, খুলনা টাইগার্স, কলম্বো স্টার, শারজাহ ওয়ারিয়র্স, সিডনি সিক্সার্স, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে টি-টোয়েন্টি লিগ খেলেছেন।

২০১৬ সালে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ওডিআই অভিষেক হয়। ২০১৯ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর। ১৯ এপ্রিল তিনি লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অভিষেকের সুযোগ পান। তিনি তাঁর জাতীয় দলের হয়ে ৭টি ওডিআই এবং ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Published by:Suman Majumder
First published:

Tags: Gautam Gambhir, IPL 2023, Virat Kohli