#করাচি: বয়সটা কমছে না, দিনে দিনে বাড়ছে। যতই বড় ক্রিকেটার হোন না কেন, বয়স কাউকে ছেড়ে কথা বলে না। তাই নিজের সম্মান এবং কৃতিত্বকে অক্ষুন্ন রেখে কেউ কিছু বলার আগেই নিজেই বিদায় জানানো সম্মানের ব্যাপার। বিরাট কোহলির উদ্দেশ্যে এমন উপদেশ দিলেন শাহিদ আফ্রিদি। আফ্রিদি জানিয়েছেন বিরাট কোহলি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার।
এরকম ক্রিকেটার কয়েক দশকে খুব অল্প আসে। যেমন সচিন, লারা বা শেন ওয়ার্ন। এরা ক্রিকেটের রত্ন। অলটাইম গ্রেট। বিরাট কোহলি নিজে একজন অলটাইম গ্রেট। তাই যদি ভবিষ্যতে ক্রিকেট ছাড়ার কথা ভেবে থাকেন সেটা যেন ফর্মে থাকতে থাকতে করেন। কাউকে যেন বলে দিতে না হয়।
আফ্রিদি জানেন ক্রিকেটের বাইরে মানুষ হিসেবে বিরাট কোহলি কত বড়। তার নিজের ফাউন্ডেশনের জন্য অতীতে সাহায্য পাঠিয়েছিলেন বিরাট। করাচির বাড়িতে ক্রিকেট মিউজিয়াম হিসেবে একটি ঘর আছে আফ্রিদির। সেখানে বিরাট কোহলির জার্সি রাখা রয়েছে। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার আফ্রিদি মনে করেন ক্রিকেট থেকে সম্মানজনক বিদায় প্রাপ্য বিরাট কোহলির।
তবে আফ্রিদি জানিয়েছেন এর আগে অনেক বড় বড় ক্রিকেটার সঠিক সময় খেলা ছাড়তে পারেননি। নির্দিষ্ট কারো নাম না নিলেও তার খোঁচা যে সচিন, সৌরভ, এমনকি পাকিস্তানের ইনজামাম, ওয়াসিম আক্রমদের প্রতি তাতে সন্দেহ নেই। তার নিজের বিদায়টাও খুব সম্মানজনকভাবে হয়নি।
কিন্তু তিনি নিশ্চিত বাকিরা আর বিরাট কোহলি এক নন। ক্যারিয়ার শুরু করার সময় তিনি যেমন সবাইকে চমকে দিয়েছিলেন, তেমনই অবসর গ্রহণের সময় ক্রিকেট বিশ্বকে অবাক করে দেবেন কিং কোহলি। আর সেটাই হবে আধুনিক সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানের সিগনেচার স্টাইল।
আফ্রিদি জানিয়েছেন বিরাট কোহলির ভক্ত তিনি নিজে। সচিনের সঙ্গে তিনি খেলেছেন। কিন্তু ম্যাচ জেতানোর ক্ষেত্রে বিরাট এগিয়ে। তাই তার বিদায়টা যেন রাজকীয় হয় চান শাহিদ আফ্রিদি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shahid Afridi, Virat Kohli