corona virus btn
corona virus btn
Loading

সোশ্যাল মিডিয়ায় অভিভাবকদের সহনশীল হওয়ার বার্তা বিরাটের

সোশ্যাল মিডিয়ায় অভিভাবকদের সহনশীল হওয়ার বার্তা বিরাটের
Photo Courtesy: Virat Kohli/ Instagram

শিশুদের প্রতি মানবিক হোন অভিভাবকরা। বার্তা বিরাটের ৷

  • Share this:

#ডাম্বুলা: শিশুদের প্রতি মানবিক হোন অভিভাবকরা। ইনস্টাগ্রামে একটি বাচ্চার ভিডিও পোস্ট করে এমনই বার্তা দিলেন বিরাট কোহলি।

মোবাইলে তোলা এই ভিডিওয় দেখা যাচ্ছে একটি বাচ্চাকে পড়াচ্ছেন তার মা। ভুল করলে শাস্তির ভয়ে রীতিমত কুঁকড়ে আছে শিশুটি।একটি ভুলের খেসারতে তাকে থাপ্পড়ও হজম করতে হয়েছে।

ভিডিও প্রকাশ্যে আসতেই নিজের ফেসবুকে শেয়ার করে একই আবেদন রেখেছেন শিখর ধাওয়ান। অভিভাবকদের মানবিক হওয়ার আবেদন রেখেছেন রবিন উত্থাপ্পাও। এবার সেই আবেদনই অন্য মাত্রা পেল ভারত অধিনায়কের ইনস্টাগ্রাম পোস্টে।

First published: August 19, 2017, 5:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर