#মুম্বই: তুমি সর্বদাই আমার অধিনায়ক থাকবে৷ এম এস ধোনিকে অবসর জীবনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন ভিডিও-তে এমনই বললেন বিরাট কোহলি৷ ধোনির উদ্দেশে বিরাটের এই ভিডিও বার্তা ট্যুইটারে প্রকাশ করেছে বিসিসিআই৷
তাঁর উপরে ধোনি যেভাবে আস্থা রেখেছিলেন, ভিডিওবার্তায় তাঁর জন্য নিজের পূর্বসূরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিরাট৷ দীর্ঘদিন একসঙ্গে খেলার পর ধোনির আচমকা অবসর ঘোষণা যে তাঁকে কতটা নাড়িয়ে দিয়েছে, ভিডিও বার্তায় তাও বুঝিয়ে দিয়েছেন বিরাট৷ ভিডিও-র শুরুতেই তিনি বলেন, 'জীবনের এক একটা সময় শব্দ খুঁজে পাওয়া যায় না৷ আমার মনে হয় এটাও সেরকমই একটা সময়৷'
বিরাট আরও বলেন, 'আমি শুধু এটুকু বলতে পারি, তুমি সেই মানুষ যে সবসময় টিম বাসের শেষ সিটে গিয়ে বসতে৷ খুব একটা কথা না বললেও তোমার উপস্থিতিটাই যথেষ্ট ছিল৷ আমার জন্য তুমি সবসময় এরকমই থাকবে৷ আমাদের পরস্পরের প্রতি আস্থা, এত বছরের বন্ধুত্ব, বোঝাপড়া সবকিছু সম্ভব হয়েছ কারণ তুমি সারাজীবন একটা লক্ষ্যের জন্যই খেলেছো, তা হল দলের জয়৷ তোমার সঙ্গে এবং কেরিয়ারের শুরুর দিকে তোমার অধীনে খেলতে পারাটা একটা দারুণ অভিজ্ঞতা৷'
"I've always said this and I will say it again, you will always be my Captain," #TeamIndia Skipper @imVkohli pays his tribute to @msdhoni who announced his retirement from international cricket at 1929 hours yesterday.#ThankYouMSD pic.twitter.com/U6uWlow4lB
— BCCI (@BCCI) August 16, 2020
অধিনায়ক এবং সিনিয়র হিসেবে যেভাবে তাঁর প্রতি আস্থা রেখেছিলেন মাহি, তাঁর জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন বিরাট৷ তিনি বলেন, 'তুমি আমার উপরে যে আস্থা এবং বিশ্বাস দেখিয়েছো, তার জন্য আমি কতজ্ঞ৷ তোমার ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানাই৷ আমি অতীতেও সবসময় বলেছি এবং আবারও বলব, তুমি সর্বদা আমার অধিনায়কই থাকবে৷'
শনিবার রাতে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন এম এস ধোনি৷ তার পর থেকেই দলের সতীর্থ থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের তারকারা নিজেদের প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়েছেন, খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে কতখানি সম্মান আদায় করে নিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: M.S Dhoni, Virat Kohli