কারোর থেকে 'সুপিরিয়র' নই, বলছেন গত এক দশকের সেরা বিরাট
কারোর থেকে 'সুপিরিয়র' নই, বলছেন গত এক দশকের সেরা বিরাট
কোহলি শেষ ১০ বছরে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ২০,৩৯৬ রান করেছেন৷ তাঁর ব্যাট থেকে এসেছে ৬৬টি সেঞ্চুরি৷ এমএস ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ ও ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন কোহলি৷
#মু্ম্বই:২৪ ঘণ্টা আগে আইসিসি গত এক দশকের সেরা টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেব বেছে নিয়েছিল বিরাট কোহলিকে৷ সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিরাটের নামই গত এক দশকের সেরা ওয়ানডে ও সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে৷ আইসিসি-র এই সম্মান পেয়েও বিরাটের পা রয়েছে মাটিতেই৷ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলছেন, তিনি কারোর থেকে 'সুপিরিয়র' নন৷ কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেয়েছেন তিনি৷
বিসিসিআই একটি ভিডিও টুইট করেছে৷ সেখানে বিরাট বলছেন৷ "আমি কারোর থেকে ভাল হওয়ার চেষ্টা করিনি৷ আমি শুধু নিজের সেরা ভার্সনটাই হতে চেয়েছিলাম৷ আমি এই পুরস্কার পেয়ে অত্যন্ত গর্বিত৷ আমি জানি শেষ এক দশকে যেসব কোয়ালিটি ক্রিকেটারদের সঙ্গে আমি খেলেছি, আর তারা আন্তর্জাতিক ক্রিকেটকে কী দিয়েছে৷ আমি কারোর থেকে সুপিরিয়র নই৷ শুধু এটাই মনে হচ্ছে যে, শেষ ১০ বছরের অধ্যাবসায় আর কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেলাম৷ ভবিষ্যতেও আমি এটাই করব৷"
My mindset has been to give my heart & soul for the team: @imVkohli
For what has been a sensational career so far, the Indian Captain won the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade.
Watch as he reflects on the decade gone by 📹https://t.co/hCk2eT5ZOipic.twitter.com/lV2yj2ndFL
— BCCI (@BCCI) December 28, 2020
🇮🇳 VIRAT KOHLI is the ICC Men’s ODI Cricketer of the Decade 👏👏
"My only intention was to make winning contributions for the team and I just strive to do that in every game. Stats just become the byproduct of what you want to do on the field."
🏅 ICC @CricketWorldCup win in 2011
🏆 ICC Champions Trophy win in 2013
🎖️ Test series win in Australia in 2018
Virat Kohli, the winner of the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade, talks about the last 10 glorious years of his career 🙌#ICCAwardspic.twitter.com/P9FSDgCkWJ
— ICC (@ICC) December 28, 2020
কোহলি শেষ ১০ বছরে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ২০,৩৯৬ রান করেছেন৷ তাঁর ব্যাট থেকে এসেছে ৬৬টি সেঞ্চুরি৷ এমএস ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ ও ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি৷ কিন্তু আজও বিরাটের ক্যাপ্টেনসিতে ভারত কোনও আইসিসি-র ইভেন্ট জিতে উঠতে পারেনি৷ এমনকী বিরাট আইপিএল ট্রফিও স্পর্শ করতে পারেননি শেষ ১২ বছরে৷