#মুম্বই: মানুষ কতটা হিংস্র হতে পারে তার প্রমান আরও একবার মিলল। মানবিকতা তলানিতে এসে ঠেকলেই বোধহয় মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে ! গর্ভবতী হাতি খাবারের সন্ধানে কেরলের এক গ্রামে আসে। একটু খাবর চাইছিল সে। কাউকে কোনও ক্ষতি করেনি। কারও বাড়ি ভাঙেনি। নিছক মজা বা অমানবিকতায় তার দিকে ছুঁড়ে দেওয়া হল আনারস। খাবার দেখে হাতিটি ছুটে যায়। কিন্তু আনারস মুখে দিতেই ঘটে গেল অঘটন। আনারসের মধ্যে ভরা ছিল বোম। যা হাতির মুখে গিয়ে ফেটে যায়। জ্বলতে থাকে হাতির মুখ, জিভ পুড়ে যায়। ছটফট করতে করতে হাতিটি একটি জলাশয়ে গিয়ে মুখ ডুবিয়ে রাখে। একটু শান্তির জন্য। আর তার পেটের সন্তানটিকে রক্ষা করার শেষ চেষ্টা করছিল সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওভাবে দাঁড়িয়েই মৃত্যু হয় তার। মানুষ যে কতটা হিংস্র হতে পারে, এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে।
এই ঘটনায় সারা দেশ উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে প্রতিবাদ। এবার সেই প্রতিবাদের সামিল হলেন বিরাট কোহলিও। বিরাট তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন। হাতিটির কার্টুন শেয়ার করে তিনি লেখেন, "কেরালার ঘটনা শুনে আমি মর্মাহত। আমাদের সব পশুদের আমরা ভালবাসা দিয়ে ভরিয়েদি। যাতে এই কাপুরুষের মতো কাজ বন্ধ হয়।" এই ভয়ানক হত্যা নিয়ে লিখেছেন বিরাট।
Appalled to hear about what happened in Kerala. Let's treat our animals with love and bring an end to these cowardly acts. pic.twitter.com/3oIVZASpag
— Virat Kohli (@imVkohli) June 3, 2020