হোম /খবর /খেলা /
আলিবাগে তৈরি হচ্ছে বিরাট কোহলির স্বপ্নের বাংলো, ভিডিও দেখলে হাঁ হয়ে যাবেন!

Virat Kohli: আলিবাগে তৈরি হচ্ছে বিরাট কোহলির স্বপ্নের বাংলো, ভিডিও দেখলে হাঁ হয়ে যাবেন!

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

Virat Kohli: সম্প্রতি ইনস্টাগ্রামে 'কট ইন দি অ্যাক্ট' নামের অ্যাকাউন্টে বিরাটকে বলতে শোনা গিয়েছে কেমন বাড়িতে থাকতে চান তিনি।

  • Share this:

মুম্বই: মুম্বইয়ের অদূরেই আলিবাগে নিজের স্বপ্নের বাংলো তৈরি করছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সেখানেই স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা ও মেয়েকে নিয়ে জীবন কাটাতে চান তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে 'কট ইন দি অ্যাক্ট' নামের অ্যাকাউন্টে বিরাটকে বলতে শোনা গিয়েছে কেমন বাড়িতে থাকতে চান তিনি।

ভিডিওতে বিরাটকে বলতে শোনা গিয়েছে, আলিবাগের বাড়ি তৈরির নানা পরিকল্পনা তিনি শেয়ার করছেন আদিত্য নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বিরাটের বাংলোর ডিজাইনের দায়িত্বে রয়েছেন। জানা গিয়েছে, সেই বাংলোতে থাকবে পুল ডেক, খুব শান্ত রঙ ও ডিজাইনের ইন্টেরিওর, বড় ঘর। ভিলার মতো হবে বাংলোটি।

আরও পড়ুন: পেশায় ব্যবসায়ী, কিন্তু রোজ এলাকায় ঝাড়ু দেন! কারণ শুনলে চমকে যাবেন

বিরাট জানিয়েছেন, নিজের পরিবারের জন্যই এই স্বপ্নের বাংলো তৈরি করতে চান তিনি। বিরাট কোহলির ঠিকানা হিসাবে মুম্বইয়ের ওরলির বাড়ির কথা অনেকেই জানেন। এছাড়া গুরুগ্রামেও কোহলিদের প্রাসাদোপম বাড়িটি অনেকের কাছেই অচেনা।

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

আরও পড়ুন: এই প্রথম সিলেবাসে অন্তর্ভুক্ত হল পর্যটন, ছক ভাঙল উত্তরবঙ্গের স্কুল!

মুম্বইয়ের পাশাপাশি সময় বিশেষে গুরুগ্রামের বাড়িতেও থাকেন কোহলিরা। স্ত্রী অনুষ্কা, মেয়ে ভামিকা ছাড়াও বিরাটের বাড়িতে রয়েছেন তাঁর মা সরোজ কোহলি, দাদা বিকাশ কোহলি এবং বৌদি চেতনা কোহলি। বিরাটদের গুরুগ্রামের বাড়ি যেন আদ্যোপান্ত বিলাসিতায় মোড়া। সুইমিং পুল থেকে বাগান, বার-- বাড়ির ভিতরেই রয়েছে সব কিছু। অবসর, বিনোদনের জন্য বাইরে বেরোনোর দরকার পড়ে না বললেই চলে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Anushka Sharma, Virat Kohli