বোলারদের তালিকায় দেশের মাত্র দুই ক্রিকেটার আছেন৷ জসপ্রীত বুমরা ৮ নম্বরে ও রবিচন্দ্রন অশ্বিন ১০-এ৷ এখনও টেস্টে এক নম্বর বোলারের জায়গাটা ধরে রেখেছেন প্যাট কামিন্স (৯০৪ পয়েন্ট)৷ দুয়ে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৮৪৫), তিনে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার (৮৪০)৷ ব্রড ও ওয়াগনারের জায়গা বদলাবদলি হয়ে গিয়েছে৷
Stuart Broad has displaced Neil Wagner to recapture the No.2 spot in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for bowling 👀
আগামী ১৭ ডিসেম্বর থেকে বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে দিয়েই সিরিজের শুভারম্ভ৷ আর এই টেস্ট খেলেই দেশে ফিরে যাবেন কোহলি৷ তাঁর স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা৷ বিরাট প্রথম সন্তানের জন্ম উপলক্ষ্যেই স্ত্রী'র পাশে থাকতে চান ওই সময়৷ কোহলির বদলে টেস্ট ক্যাপ্টেনসির ব্যাটন উঠবে তাঁর ডেপুটি রাহানের হাতে৷ কিন্তু রাহানে আপাতত এসব নিয়ে ভাবতে নারাজ৷ তিনি প্রথম টেস্টেই ফোকাস করেছেন৷ বলছেন, "আমি মুহূর্তে বাঁচি৷ বর্তমান নিয়ে ভাবি৷ এই মুহূর্তে বিরাট আমাদের অধিনায়ক৷ বিরাট সাহায্য করে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য৷ এই টেস্ট হয়ে গেলে বিরাট চলে যাবে৷ তখন ভাবা যাবে৷ এখন প্রথম টেস্ট নিয়েই ভাবছি৷"
Written By: Shubhapam Saha