Home /News /sports /
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং: এক ধাপ উঠে ফের দুয়ে কোহলি, প্রথম দশে পুজারা

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং: এক ধাপ উঠে ফের দুয়ে কোহলি, প্রথম দশে পুজারা

ফের একবার নিজের জায়গায় ফিরে পেলেন বিরাট কোহলি৷ সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে দুয়ে ভারত অধিনায়ক৷

  • Last Updated :
  • Share this:

#দুবাই: ফের একবার নিজের জায়গায় ফিরে পেলেন বিরাট কোহলি৷ সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে দুয়ে ভারত অধিনায়ক৷ ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে কোহলি ছাড়াও রয়েছেন আরও দুই ভারতীয়৷ চেতেশ্বর পুজারা ৭ নম্বরে ও অজিঙ্ক রাহানে আছেন ১০-এ৷ অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৯১১ পয়েন্ট) রয়েছেন মগডালে৷ ঠিক তার নিচেই কোহলি (৮৮৬ পয়েন্ট)৷ তিনে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (৮৭৭ পয়েন্ট)৷ কোহলির কাছে নিজের আসন হারিয়েছেন তিনি৷ চারে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান মার্নাশ লাবুশানে (৮২৭ পয়েন্ট) ও পাঁচে পাক অধিনায়ক বাবর আজম (৭৯৭ পয়েন্ট)৷

বোলারদের তালিকায় দেশের মাত্র দুই ক্রিকেটার আছেন৷ জসপ্রীত বুমরা ৮ নম্বরে ও রবিচন্দ্রন অশ্বিন ১০-এ৷ এখনও টেস্টে এক নম্বর বোলারের জায়গাটা ধরে রেখেছেন প্যাট কামিন্স (৯০৪ পয়েন্ট)৷ দুয়ে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৮৪৫), তিনে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার (৮৪০)৷ ব্রড ও ওয়াগনারের জায়গা বদলাবদলি হয়ে গিয়েছে৷
অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে ইংল্যান্ডের বেন স্টোকস (৪৪৬)৷ দুয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, ভারতে রবীন্দ্র জাদেজা আছেন তিনে৷ চারে বাংলাদেশেরে শাকিব আল হাসানও ও পাঁচে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক৷ ৬ নম্বরে আর অশ্বিন৷ ১০ দলীয় র‍্যাঙ্কিংয়ে একে অস্ট্রেলিয়া (১১৬ পয়েন্ট), দুয়ে নিউজিল্যান্ড (১১৬ পয়েন্ট), তিনে ভারত (১১৪ পয়েন্ট), চারে ইংল্যান্ড (১০৬ পয়েন্ট) ও পাঁচে শ্রীলঙ্কা (৯১ পয়েন্ট)৷আগামী ১৭ ডিসেম্বর থেকে বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে দিয়েই সিরিজের শুভারম্ভ৷ আর এই টেস্ট খেলেই দেশে ফিরে যাবেন কোহলি৷ তাঁর স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা৷ বিরাট প্রথম সন্তানের জন্ম উপলক্ষ্যেই স্ত্রী'র পাশে থাকতে চান ওই সময়৷ কোহলির বদলে টেস্ট ক্যাপ্টেনসির ব্যাটন উঠবে তাঁর ডেপুটি রাহানের হাতে৷ কিন্তু রাহানে আপাতত এসব নিয়ে ভাবতে নারাজ৷ তিনি প্রথম টেস্টেই ফোকাস করেছেন৷ বলছেন, "আমি মুহূর্তে বাঁচি৷ বর্তমান নিয়ে ভাবি৷ এই মুহূর্তে বিরাট আমাদের অধিনায়ক৷ বিরাট সাহায্য করে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য৷ এই টেস্ট হয়ে গেলে বিরাট চলে যাবে৷ তখন ভাবা যাবে৷ এখন প্রথম টেস্ট নিয়েই ভাবছি৷"Written By: Shubhapam Saha
Published by:Akash Misra
First published:

Tags: ICC Test, Virat Kohli