বর্ণবিদ্ধেষের প্রতিবাদে সোচ্চার বিরাট, জানালেন বহুবার এই অভিজ্ঞতা হয়েছে তাঁর
বর্ণবিদ্ধেষের প্রতিবাদে সোচ্চার বিরাট, জানালেন বহুবার এই অভিজ্ঞতা হয়েছে তাঁর
পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট কোহলি ভারতে ফিরে এসেছেন ঠিকই৷ কিন্তু তাঁর মন পড়ে আছে অস্ট্রেলিয়াতে৷ সতীর্থদের সঙ্গে প্রতিনিয়ত ঘটে যাওয়া অসভ্যতামির তীব্র প্রতিবাদ করলেন এবার ভারত অধিনায়ক৷
#মুম্বই: পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট কোহলি ভারতে ফিরে এসেছেন ঠিকই৷ কিন্তু তাঁর মন পড়ে আছে অস্ট্রেলিয়াতে৷ সতীর্থদের সঙ্গে প্রতিনিয়ত ঘটে যাওয়া অসভ্যতামির তীব্র প্রতিবাদ করলেন এবার ভারত অধিনায়ক৷
চলতি সিডনি টেস্টের গত চার দিন ধরেই মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে অজি দর্শরকরা ক্রমাগত অশ্রাব্য গালি দিয়ে যাচ্ছেন৷ এমনকী ক্রমাগত বর্ণবিদ্বেষী মন্তব্যও করা হচ্ছে তাঁদের৷ এই নিয়েই মুখ খুললেন কোহলি৷
Racial abuse is absolutely unacceptable. Having gone through many incidents of really pathetic things said on the boundary Iines, this is the absolute peak of rowdy behaviour. It's sad to see this happen on the field.
রবিবার জোড়া ট্যুইট করে কোহলি লিখলেন, "বর্ণবিদ্বেষ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না৷ বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এরকম বহু ঘটনার সাক্ষী আমি৷ উশৃঙ্খলতার চূড়ান্ত পর্যায় গিয়ে মানুষ এরকম আচরণ করে৷ মাঠে এরকম ঘটনা দেখলে খারাপ লাগে৷ দ্রুততার সঙ্গে গুরুত্ব দিয়েই বিষয়টা বিবেচনা করা উচিত৷ অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েই তাদের শায়েস্তা করা উচিত৷"
সিডনির ঘটনা নিয়ে আইসিসি কড়া পদক্ষেপ নিচ্ছে৷ ঘটনার খবর পেয়েই তারা দ্রুত কাজে নেমে পড়েছে৷ দোষীদের চিহ্নিত করে তাঁদের ধরার ব্যবস্থা করছে আইসিসি৷ সিডনি মর্নিং হেরাল্ডের প্রকাশিত খবর অনুযায়ি এনএসডাব্লু ও আইসিসি একসঙ্গে অপরাধীদের ধরার কাজ করছে৷ গ্রাউন্ডে ৮০০ -র বেশি ক্যামেরা রয়েছে৷ করোনা ভাইরাসের কারণে মাঠে উপস্থিত ১০ হাজার ৭৫ জন দর্শকের সব খবর মাঠ কর্তৃপক্ষের কাছে রয়েছে৷