corona virus btn
corona virus btn
Loading

'বিরাট' দাবিদাওয়া ! বার্ষিক চুক্তির অঙ্ক বাড়ানোর দাবি কোহলি-শাস্ত্রীদের

'বিরাট' দাবিদাওয়া ! বার্ষিক চুক্তির অঙ্ক বাড়ানোর দাবি কোহলি-শাস্ত্রীদের
Photo: PTI

লঙ্কা সিরিজের মাঝপথেই বিরাট দাবিদাওয়া নিয়ে বোর্ডের টেবিলে কোহলিরা।

  • Share this:

#নাগপুর: লঙ্কা সিরিজের মাঝপথেই বিরাট দাবিদাওয়া নিয়ে বোর্ডের টেবিলে কোহলিরা। কুম্বলের দেখানো পথেই হাঁটছেন শাস্ত্রী। শুক্রবার দিল্লিতে বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে ডাক ধোনিকেও। গুরুত্বপূর্ণ হতে পারে বিনোদ রাইয়ের ভূমিকা।

দাবিদাওয়া নিয়ে অবশেষে কুম্বলের দেখানো পথেই হাঁটছেন কোহলি-শাস্ত্রী জুটি। কোটলায় তৃতীয় টেস্ট শুরুর আগেই শুক্রবার রাজধানীতে বসছে গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে ফের ক্রিকেটারদের বার্ষিক চুক্তির টাকা বাড়ানোর দাবি তুলবেন বিরাটরা। বৈঠকে ধোনিকেও ডেকে নিয়েছেন অধিনায়ক-কোচ। ৩০ সেপ্টেম্বর কোহলিদের সঙ্গে বোর্ডের আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। রেকর্ড অঙ্কে আইপিএলের টিভি সত্ত্ব বেচে আরও ফুলেফেঁপে উঠেছে বোর্ডের কোষাগার। তাই এবার আর সর্বোচ্চ আড়াই কোটি নয়। স্মিথ-রুটদের সমান অঙ্কের চুক্তির দাবিতে বোর্ডের উপর চাপ বাড়ানোর খেলায় বিরাটরা।

শুক্রবারের বৈঠকে বোর্ডের প্রতিনিধি হিসেবে থাকবেন কার্যনির্বাহী প্রেসিডেন্ট সি কে খান্না এবং সচিব অমিতাভ চৌধুরি। বিরাটদের দাবিদাওয়া জেনেই ১১ ডিসেম্বর রাজধানীতে বিশেষ সাধারণ সভায় বসবে বোর্ড। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে বিনোদ রাইয়ের ভূমিকা। দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্রাম বিতর্কে বিরাট পাশে পেয়েছেন নিরপেক্ষ প্রশাসক প্রধানকে। জাতীয় ক্রিকেটারদের ত্রিস্তরীয় গ্রেডেশন কাঠামোর সঙ্গেই আলোচনায় থাকবে ঘরোয়া ক্রিকেটারদের বেতন। অতীতে যা নিয়ে মুখ খুলেছিলেন কুম্বলে। পাশে পেয়েছিলেন হরভজনকে। অস্ট্রেলিয়ার মত আলাদা ক্রিকেটারদের সংস্থা গড়ে এখনই বোর্ডের সঙ্গে লড়াইয়ে যেতে নারাজ কোহলিরা। তবে ২৮ ডিসেম্বর কতটা খুশি মনে বিরাটরা দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন, বোঝা যাবে শুক্রবারের বৈঠকেই।

রিপোর্টার:  প্রদীপ্ত গোস্বামী

First published: November 28, 2017, 6:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर