#দুবাই : পরপর দু‘বার আইসিসি পুরস্কার পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ শুধু একটি বিভাগে নয় তিনটি বিভাগে সেরা হয়েছেন ক্যাপ্টেন কোহলি ৷
শুধু তাই নয় সেরা টেস্ট একাদশ এবং সেরা একদিনের ক্রিকেটের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে তিনি ৷ স্বভাবতই দারুণ খুশি কিং কোহলি৷ অ্যাওয়ার্ড পেয়ে তিনি জানিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চের থেকে এই সম্মান পেয়ে দারুণ খুশি তিনি ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন সারা বছর ক্রিকেটাররা পরিশ্রম করেন তারপর যখন স্বীকৃতি পান তখন নিঃসন্দেহে দারুণ লাগে ৷ তবে নিজের সাফল্যের দিনে তিনি তাঁর দলকেও ভুলে যাননি ৷
আরও পড়ুন - ইতিহাস তৈরি করলেন বিরাট কোহলি, আইসিসি অ্যাওয়ার্ডে নজির ভারত অধিনায়কের
তিনি জানিয়েছেন ভারতীয় দল এখন দারুণ সাফল্যের রাস্তায় আছে ৷ আর সেটা থাকুক সেটাই চান তিনি ৷
ICC Men's Cricketer of the Year
— ICC (@ICC) January 22, 2019
ICC Men's Test Cricketer of the Year
ICC Men's ODI Cricketer of the Year
Captain of ICC Test Team of the Year
Captain of ICC Men's ODI Team of the Year
Let's hear from the man himself, @imvKohli! #ICCAwardspic.twitter.com/3M2pxyC44n