#নাগপুর: সারা বিশ্বে সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশগুলির মধ্যে ভারতীয় দলই বছরে সবচেয়ে বেশি ক্রিকেট খেলে ৷ ঘরের মাঠে একের পর এক সিরিজ খেলেই চলছে টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া কোনও দলের সঙ্গেই এবছর খেলা আর বাকি নেই কোহলিদের ৷ শ্রীলঙ্কা সিরিজ শেষ হতে না হতেই ভারত আবার যাবে দক্ষিণ আফ্রিকা সফরে ৷ প্রোটিয়াদের দেশে খেলতে নামার আগে অন্তত এক মাস প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে ৷ নাগপুরে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট জানালেন কোহলি ৷
নতুন বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফর। তার আগেই বোর্ডের সঙ্গে ঠোকাঠুকি লেগে গেল অধিনায়ক বিরাট কোহলির। আগামীকাল, শুক্রবার থেকে নাগপুরে শুরু ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। সাংবাদিক সম্মেলনে ক্রীড়াসূচি নিয়ে সরব অধিনায়ক। তাঁর সাফ কথা, দক্ষিণ আফ্রিকার মত চ্যালেঞ্জিং সিরিজের জন্য কমপক্ষে ১ মাস দরকার। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে মাত্র দু’দিন বিশ্রাম। কেউ ব্যর্থ হলেই সমালোচনা শুরু হয়ে যাবে। কিন্তু ক্রিকেটাররা কত প্রস্তুতির সময় পেয়েছেন, সেটা তখন কেউ দেখে না। আগামী ২৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচ খেলবেন কোহলিরা। তার দু’দিন পরেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল ৷
এক বছরে এত বেশি সংখ্যায় আন্তর্জাতিক ম্যাচ প্রায় কোনও দেশ খেলে না বললেই চলে ৷ ব্যস্ত ক্রীড়াসূচিতে তাই ক্ষুব্ধ ক্যাপ্টেন কোহলি ৷ তিনি বলেন, ‘‘ বিদেশে ব্যর্থ হলেই সমালোচনা শুরু হয় ৷ কেউ দেখে না তৈরি হতে ক’দিন সময় মেলে ৷ শ্রীলঙ্কা সিরিজের পর মাত্র দু’ দিন বিশ্রাম পাব আমরা ৷ তারপরেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে দল ৷ আমাদের হাতে তাই আর কোনও উপায় থাকে না ৷ একটা বিদেশ সফরের আগে একমাস সময় পেলে তবেই সঠিক প্রস্তুতি হয় ৷ ’’