#ঋষিকেশ: কয়েকদিন আগেই স্বস্ত্রীক বৃন্দাবনে গিয়েছিলেন বিরাট কোহলি। তার আগে নৈনিতালের কাছে নিম করলি, বাবার আশ্রমে গিয়েছিলেন তিনি। আজ বিরাট কোহলিকে দেখা গিয়েছে ঋষিকেশের দয়ানন্দ মহারাজের আশ্রমে। মহারাজের সমাধিতে তিনি এবং অনুষ্কা শর্মা কিছুক্ষণ উপস্থিত ছিলেন। দুজনেই প্রার্থনা করেন। পুরোহিতদের জন্য ভান্ডারার আয়োজন করেন ভারতের ব্যাটিং সুপারস্টার।
এর মধ্যে প্রচুর ভক্ত জড়ো হয়ে যায়। সকলেই তার সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ নেওয়া এবং ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন। এই সময় হঠাৎ বিরাটকে বলতে শোনা যায়, ভাই এটা আশ্রম, উপাসনার জায়গা, দয়া করে ভিডিও করো না। সেই ভক্ত আর বেশি কিছু করেননি। আসলে বিরাট কোহলিকে হাতের কাছে পেলে তার ভক্তদের উত্তেজনা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।
Virat Kohli - bhai Ashram hai yrr ye.... Video shoot Mt kro ♥️ pic.twitter.com/nih0ezNGhR
— Simmu✨ (@meownces) January 31, 2023
শ্রীলংকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করেছিলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য নেই বিরাট। সেই সুযোগেই ঘুরে এলেন আশ্রমে। এরপর সোজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে টেস্ট খেলবেন বিরাট। পুরো টেস্ট সিরিজে বিরাট কোহলি বড় ভূমিকা পালন করতে চলেছেন।
তার রান করার ওপর অনেক কিছু নির্ভর করছে। ইদানিং বিভিন্ন ধার্মিক যাচ্ছেন নিজের মনকে শান্ত করার জন্য। কোহলি আগেও জানিয়েছেন এখন আর তিনি অতিরিক্ত চাপ নেন না মনে। যতটা সম্ভব হালকা থাকার চেষ্টা করেন। এটাই সাফল্যের রেসিপি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Virat Kohli