#মুম্বই: অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণেই বিজয়ী হয়ে ট্রফি নিয়ে এসেছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই খেতাব জয়ের পর তাদের সম্বর্ধনা জানালেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, অজিঙ্ক রাহানের মত মহারথীরা। তরুণীদের বিজয়ে খুশির মেজাজে ভারতীয় ক্রিকেট মহল। সোমবার ২৯ জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার সেনোয়েস্ পার্কের স্টেডিয়ামে ইংল্যান্ডকে দাপটের সঙ্গে সাত উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
ম্যাচের সেরা হয় তিতাস সাধু, যিনি চার ওভার বল করে ছয়টি উইকেট নিয়ে ম্যাচ ভারতের নামে করে দেন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানেই বান্ডিল হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারত ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৭ উইকেট হাতে থাকতেই ম্যাচ বার করে নেয়। এই তরুণীরাই ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যত।
তিতাস সাধু, শেফালী ভর্মার মত প্রতিভাবান ক্রিকেটাররাই এগিয়ে নিয়ে যাবে দেশের মহিলা ক্রিকেটকে। কিন্তু অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সাফল্য যথেষ্ট নয় তাদের ভবিষ্যত বিচার করার জন্য। পুরুষ বিভাগের ক্রিকেটে দেখা গেছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে চরম সাফল্য পাওয়ার পরও ধীরে ধীরে হারিয়ে গেছে অনেক প্রতিভা, যার উদাহরন শ্রীবৎস, উন্মুখ চাঁদের মত প্লেয়াররা।
Shafali Verma is all smiles 😃 The skipper of the inaugural #U19T20WorldCup champions, India, poses with the prized possession 🏆 pic.twitter.com/CrU1v4qVUZ
— T20 World Cup (@T20WorldCup) January 30, 2023
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ পরবর্তী সফরটা অনেক কঠিন। দলের মধ্যেই প্রতিযোগিতা অনেক প্রবল। তবুও ভারতীয় ক্রিকেট স্বপ্ন দেখছে আজকের বিজয়ী তরুণীরা কালকে ভারতের হয়ে ক্রিকেটের চূড়ান্ত ৫০ ওভারের বিশ্বকাপ তুলবে। তরুণীদের বিজয়ের পর তাদের টুইটারে অভিবাদন জানালেন ভারতীয় তথা বিশ্বে ক্রিকেটের মহারথীরা।
বিরাট কোহলি বললেন, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন! এক অনবদ্য মুহূর্ত! তরুণীদের অভিবাদন জানাই তাদের সাফল্যে। বিখ্যাত ব্রিটিশ মহিলা মহিলা ক্রিকেটার ড্যানিয়েলা হোয়াইট শেফালী ভর্মা এবং দলকে অভিবাদন জানালেন। স্মৃতি মন্দনা বললেন, বিশ্বের চ্যাম্পিয়ন! গর্বিত! এই দলের জন্য অসম্ভব গর্বিত। উদ্বোধনী সংস্করনে চ্যাম্পিয়ন হওয়া জিনিসটার গুরুত্ব আরো বাড়িতে দেয়। এটা তো সবে শুরু। এগিয়ে চলো মেয়েরা!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।