হোম /খবর /খেলা /
এই না হলে বিরাট কোহলি! কেএল রাহুলের বিয়েতে দিলেন ২ কোটি টাকার উপহার

এই না হলে বিরাট কোহলি! কেএল রাহুলের বিয়েতে দিলেন ২ কোটি টাকার উপহার

KL Rahul-Athiya Shetty: সতীর্থের বিয়েতে বিরাট কোহলির দামি উপহার। জেনে নিন সেটা কী!

  • Share this:
এই না হলে বিরাট কোহলি! কেএল রাহুল ও আথিয়া শেট্টিকে বিয়েতে ২ কোটি টাকার দামি উপহার দিলেন তিনি। এই না হলে বিরাট কোহলি! কেএল রাহুল ও আথিয়া শেট্টিকে বিয়েতে ২ কোটি টাকার দামি উপহার দিলেন তিনি।বন্ধু, আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে অনেক দামি দামি উপহার পেয়েছেন রাহুল ও আথিয়া। বন্ধু, আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে অনেক দামি দামি উপহার পেয়েছেন রাহুল ও আথিয়া।জানা গিয়েছে, সুনীল শেঠি মেয়ে ও জামাইতে মুম্বইতে ৫০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন।  জানা গিয়েছে, সুনীল শেঠি মেয়ে ও জামাইতে মুম্বইতে ৫০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন।জানা গিয়েছে, বিরাট কোহলি ২.১৭ কোটি টাকার একটি BMW গাড়ি উপহার দিয়েছেন। ধোনি কাওয়াসাকি নিনজা এইচটুআর বাইক গিফট করেছেন কেএল রাহুলকে। জানা গিয়েছে, বিরাট কোহলি ২.১৭ কোটি টাকার একটি BMW গাড়ি উপহার দিয়েছেন। ধোনি কাওয়াসাকি নিনজা এইচটুআর বাইক গিফট করেছেন কেএল রাহুলকে।জানা গিয়েছে সলমন খান অডি A8L গাড়ি উপহার দিয়েছেন আথিয়াকে। ভারতে এই গাড়ির মূল্য় প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা। জানা গিয়েছে সলমন খান অডি A8L গাড়ি উপহার দিয়েছেন আথিয়াকে। ভারতে এই গাড়ির মূল্য় প্রায় ১ কোটি ৫৫ জানা গিয়েছে সলমন খান অডি A8L গাড়ি উপহার দিয়েছেন আথিয়াকে। ভারতে এই গাড়ির মূল্য় প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।লাখ টাকা।
Published by:Suman Majumder
First published:

Tags: KL Rahul, Virat Kohli