#লন্ডন: কোহলির জ্বর নিয়ে গুজব। বিশ্রামে বুমরাহ, ভুবি। উল্টোদিকে জোরদার মহড়ায় সরফরাজরা। দু’সপ্তাহের মধ্যেই বিলেতের মাটিতে আবার ইন্দো-পাক যুদ্ধ। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে সবার ডেস্টিনেশন এখন লন্ডন।
৮৫-র বেনসন অ্যান্ড হেজেস কাপ। ২০০৭-র টি টোয়েন্টি বিশ্বকাপ। বড় টুর্নামেন্টে এর আগে দু’বার। একবার গ্রুপে। আরেকবার ফাইনাল। দু’বারই শেষ হাসি টিম ইন্ডিয়ার। চ্যাম্পিয়ন্সের গ্রুপ ম্যাচে পাকিস্তানকে হেলায় উড়িয়েছে ভারত। দু’সপ্তাহের মধ্যেই আবার ডাবল-ধামাকা। তাও আবার সেরার লড়াইয়ে। যুবরাজের মাইলস্টোন ম্যাচে বাংলা-বধ। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া। রোহিত-ধাওয়ানের দুরন্ত পার্টনারশিপ। চ্যাম্পিয়ন্সে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন গব্বর। রবিবার লন্ডনে নামার আগে অনেকটাই এগিয়ে কোহলিরা। শুক্রবার অধিনায়কের অসুস্থতা নিয়ে গুজব ছড়ায়। বুমরাহ, রোহিত, ভুবির ফিটনেস নিয়ে হালকা সমস্যা রয়েছে। তবে তাঁরা যে কেউ খেলবেন না, এমন খবর নেই।
ভারতের কাছে হারের পর দুর্দান্ত ঘুরে দাঁড়ানো। সেমিতে দাপটে খেলে আয়োজকদের হারানো। একরকম আন্ডারডগ হয়েই ফাইনালে ওঠা। পাকিস্তানে কামব্যাক প্রশংসা কুড়িয়েছে কোহলিরও। তবে প্রাক্তন ক্রিকেটার আমির সোহেলের ‘ফিক্সিং’ মন্তব্যে ফাইনালের আগেই হাওয়া গরম। অর্ধেক ফিট হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিলেন। সেমিতে খেলেননি। স্নায়ুর লড়াইয়ে আমিরকে নামাতে মরিয়া মিকি আর্থার। ম্যাচের আগে শেষ প্র্যাকটিসেই চূড়ান্ত সিদ্ধান্ত । দু’সপ্তাহে দ্বিতীয়বার। সচিন থেকে দ্রাবিড়, হরভজন, সেহওয়াগ। মেগা ফাইনালের আগে শুভেচ্ছার বন্যা কোহলির টিম ইন্ডিয়ার জন্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Champions Trophy 2017 Final, ICC Champions Trophy 2017, India, India Vs pakistan, India vs Pakistan Final, Pakistan