আইপিএল কোয়ালিফায়ার ২ মানেই ব্যর্থ হবেন বিরাট কোহলি। আরও একবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেটা প্রমাণ করে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
এদিন রাজস্থানেয়র বিরুদ্ধে কোহলি করলেন ৮ বলে সাত রান। এমনিতেই এবারের আইপিএল কোহলির কাছে দুঃস্বপ্নের মতো কেটেছে। আর এদিন গুরুত্বপূর্ণ ম্যাচেও কোহলি রান পেলেন না। আরও একবার স্বপ্নভঙ্গ হল আরসিবির।
এর আগে ২০১১ ও ২০১৫ সালের আইপিএল কোয়ালিফায়ারে কোহলি করেছিলেন যথাক্রমে ৮ ও ১২ রান। আর এদিন করলেন মাত্র ৭ রান।
কোহলি এখনও তাঁর পুরনো রোগ সারাতে পারেননি। এদিন প্রসিদ্ধ কৃষ্ণার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খেলতে গিয়ে সঞ্জু স্যামসনকে ক্যাচ দিয়ে ফেলেন কোহলি।
হাই রিলিজ পয়েন্ট-এৎ জন্য প্রসিদ্ধ কৃষ্ণার ওই ডেলিভারিতে বাড়তি বাউন্স ছিল। কোহলি পয়েন্টে খেলতে চেয়েছিলেন। কিন্তু সেই পুরনো রোগ এখনও তাঁর সারেনি।
চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার কোহলিকে আউট করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। গত সাতটি ইনিংসে কোহলিকে তিনবার আউট করেছেন প্রসিদ্ধ। গত বছর কেকেআরের হয়ে খেলার সময়ও কোহলিকে আউট করেছিলেন তিনি।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।